দিনাজপুরের বিরামপুর ডিগ্রি কলেজ থেকে গ্রাজুয়েট শেষ করার পর রাজধানীতে চাকরির খোঁজে এসেছিলেন মিলাদুল হোসাইন।
কিন্তু ঢাকায় তেমন পরিচিত কেউ না থাকায় বিপাকে পড়েন তিনি।
নিরুপায় হয়ে গার্মেন্টসে চাকরির সিদ্ধান্ত নেন। কিন্তু সেখানেও চাকরির ব্যবস্থা করতে ব্যর্থ হন। এদিকে জীবিকা নির্বাহের জন্য কিছু না করলেই নয়। তাই রিকশা নিয়ে নেমে পড়েন পথে।
তার সেই সংগ্রামের ভিডিও ১৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি দেখার পর অনেকেই তাকে চাকরি দেয়ার আগ্রহ প্রকাশ করেন।
আরও পড়ুনঃব্রিজের নিচে পরিত্যাক্ত অবস্থায় কয়েক বস্তা টাকা
নেটিজেনদের কল্যাণে অবশেষে চাকরি পেয়েছেন সেই যুবক। একটি বেসরকারি কোম্পানিতে ট্রেইনি অফিসার হিসেবে যোগ দিয়েছেন মিলাদুল হোসাইন।