মদক সেবনের টাকা না দেওয়ায় স্ত্রীকে ছুরিঘাত

Generic placeholder image
  Ashfak

নওগাঁ মহাদেবপুর উপজেলায় মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ফজলে রাব্বী (৩৬) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। 

এ ঘটনায় মঙ্গলবার (১৬ এপ্রিল) থানায় মামলা করেছেন গৃহবধূর ছোট ভাই সৌরভ হোসেন। এর আগে গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার রাতে মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রী রিপা বানুর (৩০) কানের দুল ও গলার চেন নিয়ে পালিয়ে যাওয়ার সময় কথা-কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর মাথায়, কপালে ও পেটে ছুরিকাঘাত করেন ফজলে রাব্বী।

মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে ফজলে রাব্বীকে আটক করে। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ফজলে রাব্বীকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রহমতউল্লাহ আশিক,নওগাঁ, রাজশাহী 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)