লোহাগড়ায় সমাজসেবক জহুরুল হক মিয়া স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Generic placeholder image
  Ashfak

নড়াইলের লোহাগড়ায় বিশিষ্ট সমাজসেবক ও দলিল লেখক মরহুম জহুরুল হক মিয়া স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৮ এপ্রিল) বিকালে আর,এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের কনিষ্ঠপুত্র সাউথ আফ্রিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোঃ নাসিরুল ইসলাম এর অর্থায়নে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জানা গেছে, লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও দলিল লেখক মরহুম জহুরুল হক মিয়া স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমের স্মৃতিচারণ করা হয়। এসময় বক্তব্য রাখেন মরহুমের পুত্র দলিল লেখক মোঃ জিয়াউল হক, ভলিবল খেলোয়াড় মোঃ জাহিরুল ইসলাম তছলু, হাফেজ মোঃ তানজিরুল ইসলাম, লক্ষীপাশা দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাউদ মৃধা, অর্থ বিষয়ক সম্পাদক শেখ হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী মোঃ ফরিদ আহমেদ, প্রভাষক মোঃ শরিফুল ইসলাম। স্মরণ সভায় দোয়া পরিচালনা করেন সোনাদাহ পাঁচুড়িয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ তসলিম আহমেদ। একই সাথে লোহাগড়া থানা কেন্দ্রীয় জামে মসজিদ ও গোপীনাথপুর জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ভলিবল খেলোয়াড় মোঃ জাহিরুল ইসলাম তছলু জানান, নড়াইল মাশরাফি ফাউন্ডেশনের ভলিবল খেলোয়াড়রা সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও প্রায় এক হাজার মুসল্লী স্মরণসভা-দোয়া মাহফিলে অংশ নেন। লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সহসভাপতি বিএম কবির আহমেদ স্মরণসভা পরিচালনা করেন। স্মরণ সভায় বক্তারা বলেন, মরহুম জহুরুল হক মিয়া একজন সাদা মনের মানুষ ছিলেন। কোন অহংকার ছিলোনা তার মধ্যে। সাধারণ মানুষের সাথে মিলেমিশে থাকতেন। সমাজ উন্নয়নে তার যথেষ্ট ভূমিকা রয়েছে।
ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)