মঠবাড়িয়ায় জেলেপল্লির শিশুরা পেল ঈদ সামগ্রী

Generic placeholder image
  Ashfak

পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদীর পাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে হাতেখড়ি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকালে ঈদের আনন্দ হোক সবার জন্য- এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার মাঝেরচর ও সাংরাইল এলাকায় ৫০ জন স্থানীয় জেলেপল্লির শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, পোলাও চাল ও মুড়ি বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও সভাপতি সুমন মিস্ত্রি সজিব, মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি সুস্মিতা অধিকারী, সহ-সভাপতি আবিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আকিয়া সায়মা, মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়াউল হক মান্না, শিশির হাওলাদার, ইমদাত হোসাইন রাব্বি, রুবেল প্রমুখ।
পশ্চিম হোগোলপাতি আজিজিয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী লামিয়া বলেন, এক বক্স ঈদের উপহার পেয়ে অনেক খুশি হয়েছি। আমার বাবা-মা গরিব, অনেক সময় ঈদের বাজার করতে কষ্ট হয়। এটা পেয়ে অনেক উপকার হয়েছে।
পশ্চিম হোগোলপাতি আজিজিয়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওমর ফারুক বলেন, রঙিন বক্সে ঈদ উপহার পেয়ে ভালো লাগতেছে। বক্সগুলো দেখতে অনেক সুন্দর। সেমাই, চিনি, দুধ দিয়ে মা বাবাকে নিয়ে ঈদ পালন করতে পারবো ভেবে আনন্দ লাগতেছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত এই শিশুদের নিয়ে কাজ করার সুযোগ ও তাদের মুখে ঈদের আনন্দের হাসি দেখতে পাওয়াটা আমার কাছে মানসিক প্রশান্তি। 
আমড়াগাছিয়া ইউনিয়নের পশ্চিম হোগলপাতির ইউপি সদস্য আবুল কালাম বলেন, এধরনের মহৎ কাজে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আলোকিত মানুষের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক।
ইসমাইল হোসেন হাওলাদার, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)