লামায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদ পোষাক বিতরণ

Generic placeholder image
  Ashfak

বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিন এঁর পক্ষে লামায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে লামা উপজেলা হলরুমে আয়োজিত 'জনসেবায় প্রশাসন' শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে এইসব ঈদ উপহার পোষাক বিতরণ করা হয়। এসময় লামা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, লামা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, সমাজ সেবা অফিসার, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই সময় লামা উপজেলা নির্বাহী অফিসার বলেন, বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর পক্ষে উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এই সব উপহার প্রদান করা হয়েছে। সমাজে আমরা বিভিন্ন ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু দেখতে পাই। যেমন, শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন, দৃষ্টিতে বিশেষ চাহিদা সম্পন্ন, বাক ও শ্রবণে বিশেষ চাহিদা সম্পন্ন, বুদ্ধি বিশেষ চাহিদা সম্পন্ন, মানসিক ও আবেগিক বিশেষ চাহিদা সম্পন্ন, ধীর শিখনজনিত বিশেষ চাহিদা সম্পন্ন, অটিজম/অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারজনিত,সেলিব্রাল-পালসিজনিতডাউন-সিনড্রোমজনিত ইত্যাদি। এসব শিশুদের খোঁজ খবর সাধারণত কেউ তেমন একটা রাখেন না। এমন নির্দয় বাস্তবতায় আমাদের বান্দরবান জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিন এঁর এমন উদ্যােগ অন্য সবাইকে উৎসাহিত করেছেন বলে মন্তব্য করেন সাধারণ মানুষ।
জাহিদ হাসান,লামা(বান্দরবান) প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)