মানিকছড়িতে সেলাই মেশিন বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন

Generic placeholder image
  Ashfak

খাগড়াছড়ি পার্বত্য জেলা মানিকছড়ি উপজেলার ২০জন বেকার নারীদের আত্মকর্মসংস্থান তৈরী করার লক্ষ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিবি)র অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করলেন উপজেলা পরিষদ চেয়াম্যান মো: জয়নাল আবেদীন। সোমবার সকাল ১১টা দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার ২০জন বেকার নারীর হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়। সেলাই মেশিন বিতরণ সয়য় উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়ার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী, মানিকছড়ি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার প্রতিনিধি মো. আব্দুল মান্নান প্রমূখ। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, উপজেলা অনেক নারী বিভিন্ন প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণ নিলেও আর্থিক দূর্বলতা কারণে সেলাই মেশিন কিনতে পারেনা । সেলাই মেশিন পেলে তারা নিজের কাঁপড়চোপড় সেলাই করে খরচ সাশ্রয় পাশাপাশি পারিবারে আর্থিক কষ্ট দূর করে আয়ে উৎস তৈরী হবে।
অংগ্য মারমা,মানিকছড়ি প্রতিনিধি
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)