ঠাকুরগাঁওয়ে জেলা নদী রক্ষা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়

Generic placeholder image
  Ashfak

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে জেলা নদী রক্ষা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকষ্ণ বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় রক্ষা কমিশনের পরিচালক মো: দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও পানি উনয়ন বোর্ডের এসডিই মো: ময়দুল ইসলাম জনি, নির্বাহী প্রকশলী মো: গোলাম জাকারিয়া, এলজিইডি’র নির্বাহী প্রকশলী মামুন বিশ্বাস, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো: রাফিউল ইসলাম প্রমুখ।
এছাড়াও সভায় জেলা নদী রক্ষা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত  ছিলেন। এর আগে পরিদর্শন শেষে পধান অতিথি সদর উপজলার নারগুন-ফেরসাডাঙ্গী ব্রীজের তলদেশের নির্মানাধীন “শ্বেতপদ্ম রিসোর্ট” এর যাবতীয় কার্যক্রম বন্ধ করার নির্দশ প্রদান করনে। সেই সাথে জেলার সকল নদী রক্ষা, নদী দখলমুক্ত,নদীর গতিপথ অবরোধ প্রতিরোধসহ অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণের ব্যাপারে আলোচনা করা হয়। 
হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)