মানিকছড়িতে জাতীয় শিশু দিবস পালিত

Generic placeholder image
  Ashfak

খাগড়াছড়ি জেলায় মানিকছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শিশু দিবস উপলক্ষে  উপজেলায় প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ডার, স্কুল, কলেজের উদ্যোগে নানা আয়োজন করা হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রশাসনিক সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, ইমাম, শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউএনও সৈয়দা সাদিয়া নূরীয়া। পরে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন, ইসলামি ফাউন্ডেশন প্রতিনিধি মাও. মো. ইউছুপ বাহার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মো. শফিউল আলম চৌধুরী, শিক্ষক মো. নাইমুল হক, শিক্ষার্থী তানজিলা ইসলাম ও জান্নাতুল নাঈম জ্যোতি।
 পরে শিশু দিবস উপলক্ষে শিক্ষার্থীদের  চিত্রাংকণ ,রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
অংগ্য মারমা,মানিকছড়ি (খাগড়াছড়ি)  প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)