টঙ্গিতে কেমিক্যাল কারখানার এসিডের ড্রাম বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

Generic placeholder image
  Ashfak

মহানগরের টঙ্গীতে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাস্ট কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড নামক একটি রাসায়নিক কারখানায় এসিডের ড্রাম ব্লাস্ট হয়ে মোহাম্মদ ফরিদ (৫০), জাহিদুল ইসলাম (৫৫) ও মনির হোসেন (৪৫) গুরুতর আহত হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ আহতদের আশংকা জনক অবস্থায় দ্রূত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে ভর্তি করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আহতরা তিনজনই টঙ্গী ট্রাস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের কর্মী। সন্ধ্যা ৬টার সময় এসিড জাতীয় কেমিক্যালের ড্রাম ট্রাক থেকে নামানোর সময় ড্রামটি পরে গিয়ে ব্লাস্ট হয়। এতে তারা গুরুতর আহত হয়।
এসিডে আহতদের শরীরের বিভিন্ন অংশ জ্বলসে যায়। শরীরের ২০-৩০ ভাগ পুড়ে গেছে বলে মেডিকেল সূত্রে জানা গেছে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।


সিনি: স্টাফ রিপোর্টার, মৃণাল চৌধুরী সৈকত

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)