রাণীশংকৈলে ৭মার্চের ঐতিহাসিক ভাষণ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণ 

Generic placeholder image
  Ashfak

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা সাধারণ পাঠাগারের আয়োজন বৃহস্পতিবার ৭মার্চ রাত ৮ টায় পৌরশহরের সাধারণ পাঠাগার চত্বরের তেঁতুলতলায় স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শীর্ষক রচনা লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 
এ উপলক্ষে সাধারণ পাঠাগার কমিটির  সভাপতি পৌরমেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি  হিসাবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি  অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক এমপি ও জেলা আ.লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা,উপজেলা আ.লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সইদুল হক, খ্যাতিমান ক্রীড়া সংগঠক অধ্যক্ষ তাজুল ইসলাম, কবি-গীতিকার অধ্যাপক আনোয়ারুল ইসলাম,
পাঠাগারের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আবু শাহানশাহ্ ইকবাল,  সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ মহাদেব বসাক,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক নেতাকর্মী,
শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি চমৎকার  আবৃত্তি করেন, রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফাহিম আবরার জারীফ ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ওয়াফা মুরসালাত। বঙ্গবন্ধুর আরেকটি ভাষণ পড়ে শুনান কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী অরিণ ফারুকী। পরে অতিথিরা রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসাবে বিভিন্ন ধরনের মূল্যবান বই বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক প্রশান্ত বসাক। 
হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)