রাণীশংকৈলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ 

Generic placeholder image
  Ashfak

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ এদিন সকালে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে সম্মান জানানো হয়। পরে পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ'লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, কৃষি অফিসার সহীদুল ইসলাম, ওসি তদন্ত মহসিন আলী। আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, রিয়াজুল ইসলাম, বিদেশী চন্দ্র রায় ও হাবিবুর রহমান, প্রেসক্লাব পুরাতন এর সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলমসহ অনেকে। এছাড়াও বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তা- কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা,  সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নেতা,শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা ৭ই মার্চের উপর অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক প্রশান্ত বসাক।
হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)