সরাইলে ৪৯ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

Generic placeholder image
  Ashfak

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ৪৯টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১৫৫০ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ ও একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। 

বুধবার(৬ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের হালুয়াপাড়া ও দক্ষিণ আড়িফাইল এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা।

জরিমানাপ্রাপ্ত নূর আলম উপজেলার সদর ইউনিয়নের হালুয়াপাড়া এলাকার বাসিন্দা।

এ সময় নাছরিন সুলতানা বলেন, উপজেলার বিভিন্ন জায়গায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। একটি চক্র বিভিন্ন বাসা বাড়িতে এই অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে উপজেলার সদর ইউনিয়নের হালুয়াপাড়া ও দক্ষিণ আড়িফাইল এলাকা থেকে ৪৯টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১৫৫০ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়। পাশাপাশি বাসাবাড়ির গ্যাস সংযোগ হতে অবৈধভাবে বাণিজ্যিক কাজে গ্যাস ব্যবহার করার দায়ে নূর আলম নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা ও সরাইল পুলিশ এবং গণমাধ্যমের সাংবাদিকগণ।


মো খোকন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)