ফরিদপুরে পাঠশালা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Generic placeholder image
  Ashfak

ফরিদপুরে শিশুশিক্ষার অন্যতম সেরা  প্রতিষ্ঠান পাঠশালা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্টান আজ মঙ্গলবার  শহরের কমলাপুর ডিআইবি বটতলা পাঠশালা স্কুল ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি ফরিদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার নার্গিস জাফরী । 
পাঠশালা স্কুলের প্রধান শিক্ষক মোঃ রোকনউদ্দিন রুমনের সভাপতিত্বে ক্রীড়া অনুষ্টানে পৌরসভার ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুমা আফরোজ তুলি, জেলা যু্বলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদার,  জেলা সেনেটারী ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুর রশীদ খান, এস এ মান্নান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম অহিদ, মানব উন্নয়ন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বৃহত্তর ফরিদপুর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি এইচএম ইব্রাহিম আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার এম এ নাহার, লেখক ও সাহিত্যিক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পাঠশালা স্কুলের প্রাক্তন শিক্ষিকা শামীম আক্তার পারুল, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, পাঠশালা স্কুল পরিচালনা কমিটির সভাপতি মেহেদী হাসান রাসেল, পরিচালক মোহাম্মদ মামুনুর রহমানসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্টানে স্কুলের ছাত্র-ছাত্রীগন মনোজ্ঞ ডিসপ্লে প্রর্দশন ও বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
পরে  ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ফরিদপুর জেলা প্রতিনিধি 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)