রাণীশংকৈলে ভোটার দিবস পালিত 

Generic placeholder image
  Ashfak

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার (২মার্চ)জাতীয় ভোটার দিবস পালিত হয়।'সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে র‍্যালি শেষে  সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, একজন ব্যক্তির নাগরিক অধিকার ভোটার হওয়া। নির্বাচন কমিশন রাষ্ট্রের  একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এখানে আঠারো বছর বয়স পূর্ণ হলেই প্রত্যেক নাগরিককে ভোটার হতে হবে। 
ভোটার দিবস পালিত হলে ভোট বিষয়ে জনসচেতনতাসহ ভোটদানে এ দেশে তরুণদের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হবে। এ সময় আরো বক্তব্য রাখেন, নির্বাচন কর্মকর্তা নুর-ই-আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। 
এছাড়াও যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, সহকারী নির্বাচন কর্মকর্তা আনাম আহমেদ, সহকারী শিক্ষা কর্মকর্তা বেলালউদ্দিন, নির্বাচন অফিসের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক- শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  


হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)