ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের ৯ম আর্ট ক্যাম্প উদ্বোধন

Generic placeholder image
  Ashfak

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের চারুকলা বিভাগের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে প্রকৃতির মাঝে চিত্রাঙ্কন বিষয়ক তিন দিনব্যাপী বার্ষিক ৯ম আর্ট ক্যাম্পে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে মলাই মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছবি আকাঁর মাধ্যমে মনের কথা ও নিজ দেশকে অন্য ভাষার মানুষের কাছে তুলে ধরা যায়।  এই আর্টক্যাম্পের মাধ্যমে শিশু কিশোরেরা প্রকৃতির কাছে গিয়ে প্রকৃতির ছবি আঁকছে।

৯ম আর্ট ক্যাম্পের প্রথম দিন বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, চারদিকে পাখির কিচির মিচির শব্দ আর প্রকৃতির স্নিগ্ধ বাতাসে গাছের নিচে বসে ছবি আঁকছে শিশু কিশোররা। তবে শুধু এক স্থানে নয়, পুরো গ্রামেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৩ শতাধিক আঁকিয়েরা। ছবি আঁকতে গিয়ে তাদের মনে যেন জেগে উঠেছে এক নৈসর্গিক অনুভূতি।

ক্যাম্পে অংশ নেয়া শিক্ষার্থী  রাহাল দাস বলেন, শিশু নাট্যম প্রতিবছরই গ্রামীণ পরিবেশে আসার সুযোগ করে দেয়। এটি আমাদের খুব ভালো লাগে। মাঁচার ঘর, গরু গোয়াল, বনের কুঞ্জ, নদী, ঘাসসহ গ্রামের সকল সুন্দর্য অনুভব করতে পেরে খুব ভালো লাগে।  স্কুলের বাহিরে প্রাইভেট পড়া, নাচ, গানসহ চার দেয়ালের বন্দি জীবন যেন তাদের হাঁপিয়ে তুলেছে। গ্রামীণ পরিবেশে এসে প্রকৃতির কাছে এসে রং-তুলির মাধ্যমে তারই ছবি আঁকা যেন এক ভিন্নরকম অনুভূতি।

এছাড়া শিক্ষার্থী নওশীন, চমক সাহা বলেন, আমার গ্রাম খুবই ভালো লাগে। মাটিতে বসে চোখের সামনে যা দেখছি তা আমাদের নিজেদের মতো করে ছবি আঁকছি । পড়ালেখার চাপের কারণে শহরের বাহিরে কোথাও যাওয়াই হয় না। এজন্য শিশু নাট্যমকে অনেক অনেক ধন্যবাদ।

৯ম আর্ট ক্যাম্প ও ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রশিক্ষক দীপ্ত মোদক জানান, দীর্ঘদিন চারদেয়ালের বদ্ধ পরিবেশে থাকতে থাকতে শিশুরা অনেকটাই হাঁপিয়ে উঠেছে। গ্রামীণ পরিবেশে গ্রামের ছবি আঁকাটা খুবই জরুরী। এই আর্টক্যাম্প ছবি আকার ক্ষেত্রে অনেকটাই গুরুত্ব বহন করবে। শিশুদের মানসিকতা ও ছবি আঁকার যে সৃজনশীলতা সেগুলো বৃদ্ধি করার জন্যই তাদের প্রকৃতির কাছে নিয়ে আসা হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক  নিয়াজ মুহাম্মদ খান বিটু জানান, এক সময় দেখা যায় চার দেয়ালের ভিতরে ছবি আঁকতে আঁকতে তারা হাঁপিয়ে উঠছে। এই হাঁপিয়ে ওঠা থেকে রক্ষা করার জন্য তাদের আমরা প্রকৃতির সান্নিধ্যে নিয়ে এসেছি। তাদের মানসিকতা পরিবর্তন করার জন্য তাদের গ্রামে নিয়ে আসা হয়েছে। তিন দিনব্যাপী আর্ট ক্যাম্পে তিন শতাধিক শিশু কিশোর অংশগ্রহণ করেছেন। আগামী (২ মার্চ) বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই আর্ট ক্যাম্প।

এসময় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা চিত্রশিল্পী আসাদুর রহমান আলমগীর। কাঞ্চনপুর মলাই মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনীঅনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  বিজয়নগর আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি প্রমুখ। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ খান বিটুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক দিপ্ত মোদক। 
মো খোকন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)