মানিকছড়িতে শুদ্ধাচার কৌশল বিষয়ক অংশীজনের সভা

Generic placeholder image
  Ashfak

খাগড়াছড়ি পার্বত্য জেলায় মানিকছড়িতে জনগণের নিকট প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণের লক্ষে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদানের প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন-২০০৯ ও শুদ্ধাচার কৌশল বিষয়ক অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালের উপজেলা টাউন হলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সভায় বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা (যুগ্মসচিব) এর সভাপতিত্বে সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নীলুফা ইয়াসমিন ও গাজালা পারভীন রুহি। এসময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও সহকারি কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন উপস্থিত ছিলেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা (যুগ্মসচিব) বলেন, জনগণ তাদের কাঙ্খিত সেবা পেতে প্রশাসনের ধারস্ত হয়। তাই জনগণ তাদের সেবা প্রাপ্তিতে যেন কোনো প্রকার হয়রানির স্বীকার না হয়, সেদিকে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদেরকে দৃষ্টি রাখতে হবে। কেননা সেবা প্রত্যাশী ব্যক্তি সেবা বঞ্চিত হলে অভিযোগ করার সুযোগ আছে। আর অভিযোগকারীর অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। এমনকি চাকরি হারাতে যেতে পারে। তাই আমরা জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অংগ্য মারমা,মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)