টঙ্গীতে মরিয়ম ম্যানশনের ৬তলায় অগ্নিকান্ড, দগ্ধ-৬

Generic placeholder image
  Ashfak

টঙ্গী বাজার এলাকায় মরিয়ম ম্যানশনে ৬তলা ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের টঙ্গী ও উত্তরার ৬টি ইউনিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। ভবনের আগুন নেভাতে গিয়ে লিখন (২৪), রুমন আহম্মদ (২৬), সাগর (৩০), রাকিব হোসেন (২৭), মনিরুল ইসলাম (২৬) ও আব্দুর রাজ্জাক (৩৩) নামের ৬ ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আব্দুর রাজ্জাকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধ ৬জন ওই ভবনের চতুর্থ তলার একাংশে ভাড়া থাকতেন বলে জানা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫ টার দিকে হঠাৎ ভবনটির চতুর্থ তলায় প্রচন্ড কালোধোঁয়া দেখতে পান স্থানীয়রা। এ সময় তারা আগুন নেভানোর জন্য হৈ চৈ শুরু করেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা সাজেদুল কবির জোয়ার্দার বলেন, বুধবার সকালে মরিয়ম ম্যানশন নামের একটি ৬তলা ভবনের চতুর্থ তলায় থাকা একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগার খবর পাই। ভবনটির পঞ্চম তলায় থাকা কয়েলের গুদামে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের বিশেষ একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর চেষ্টা করি। এ সময় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিটসহ মোট ৬টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আগুন লাগার প্রায় দেড়ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাউসার আহমেদ বলেন, ৬জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃণাল চৌধুরী সৈকত, সিনি: স্টাফ রিপোর্টার
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)