টঙ্গী বাজার কেন্দ্রিয় মন্দিরে ১৬ প্রহর ব্যাপী অখন্ড মহানাম যজ্ঞ চলছে 

Generic placeholder image
  Ashfak

 সাম্প্রদায়িকতার বর্ণ বিভেদ, হিংসা-বিদ্বেষ, কুসংস্কারে আজকের পৃথিবী যখন আবিলতাময় অনুসৃষ্টির মূহুর্তে ঠিক সেই মূহুর্তে লোকনাথ বাবার পাদুকা উৎসব উপলক্ষে টঙ্গী বাজার কেন্দ্রিয় শ্রী শ্রী দূর্গা মন্দিরে ১৬ প্রহর ব্যাপী অখন্ড মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে। টঙ্গী বাজার কেন্দ্রিয় মন্দির পরিচালনা কমিটির আয়োজনে হিন্দু জনকল্যাণ সমিতি ও যুব কমিটির সার্বিক সহযোগিতায় এবং নামকীর্তন উদযাপন উপ-কমিটির বাস্তবায়নে ৩ দিন শ্রীমদ্ভগবদ গীতাপাঠ, ২৩/২৪ ফেব্রুয়ারী ১৬ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন এবং ২৫ ফেব্রুয়ারী হবে শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, শ্রী শ্রী লোকনাথ বাবার পাদুকা উৎস এবং শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ। শ্রী মদ্ভগবদ গীতাপাঠ করেন, টাঙ্গাইলের রাম প্রসাদ বৈরাগী, সমরসিং পূবাইল গাজীপুরের শান্তি রঞ্জন চক্রবর্তী, মাদারীপুরের শ্রীকান্ত দাস, ঢাকা সাভারের মিঠুন চক্রবর্তী । শুভ অধিবাসে কীর্তন গাইবেন ঢাকার খিলক্ষেত কাওলার কীর্তনীয়া নান্টু রঞ্জন হালদার। হরিনাম সংকীর্তন পরিবেশনায় আছেন, বগুড়ার নিত্যানন্দ সম্প্রদায়, টাঙ্গাইলের গৌড় সংঘ সম্প্রদায়, গোপালগঞ্জের কৃষ্ণদাসী সম্প্রদায়, গাজীপুরের করুণাময়ী সম্প্রদায়, মানিকগঞ্জের মা কালী ভক্তি সম্প্রদায়, টাঙ্গাইল মির্জাপুরের গৌরহরি সম্প্রদায় এবং স্থানীয় শ্রীশ্রী জাগ্রত লোকনাথ সেবা সংঘ। লীলাকীর্তন পরিবেশন করবেন, ভারতের সৌমেন দাস গোস্বামী, ফরিদপুরের পূজা রায়, ঢাকার সাভারের হিমাংশু হালদার।
মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)