লালমনিরহাটের হাতীবান্ধায় ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা আটক 

Generic placeholder image
  Ashfak

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় তিন বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ ছাত্রলীগের এক নেতা ও তাঁর সহযোগীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সিংগিমারী এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা  হলেন নীলফামারী জেলার  জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজন (২৬) ও তাঁর সহযোগী জলঢাকা উপজেলার কলেজ পাড়া এলাকার জুয়েল (২৫)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংগিমারী এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে হাতীবান্ধা থানা-পুলিশ। আটকের পর  তাঁদের দেহ  তল্লাশি চালিয়ে তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটি জব্দ করে এই ঘটনায় ছাত্রলীগ নেতা রাজন ও তাঁর সহযোগী জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর হয়েছে। আর এ বিষয়ে নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল বলেন,কোনো ব্যক্তির দায় সংগঠন কখনই নেবে না। এমনটা করলে সাংগঠনিকভাবে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক  ব্যবস্থা নেওয়া হবে।
এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)