হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Generic placeholder image
  Ashfak

হালুয়াঘাটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠু ভাবে পালন করে।শহিদ মিনারে দেখা যায় দিবসটিকে সুন্দর ও সফল করার লক্ষ্যে  হালুয়াঘাট পৌরসভার উদ্যোগে ও মেয়র খায়রুল আলম ভূঞার দিক নির্দেশনায় শহিদ মিনার ধুয়েমুছে পরিস্কার করে রং করা হয় মূল বেদিসহ দেয়াল, দেয়ালে লেখা হয় ভাষা আন্দোলনের লেখা কবিতা, গান ও ছবি সহ স্লোগান। শহিদ মিনারটিকে মনোরম পরিবেশে সু- সজ্জিত করা হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান  সহ স্হানীয় নব- নির্বাচিত জাতীয় সংসদ  মাহমুদুল হক সায়েম,  উপজেলা চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) ঝর্ণা ঘোষ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে রাষ্ট্রাচার  অনুযায়ী ১২ টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরে এক এক করে বাংলাদেশ আওয়ামীলীগ, হালুয়াঘাট পৌর সভা, হালুয়াঘাট থানা,মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস,স্কাউট,   স্কুল কলেজ,সাংস্কৃতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, হালুয়াঘাট উপজেলা প্রেসক্লাব,জাতীয়তাবাদি দল( বিএনপি), ব্যক্তিগত পর্যায়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এক মিনিট নিরবতা ও সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে রাতের কর্মসূচী শেষ হয়। পরে সূর্য উদয়ের সাথে সাথে খালি পায়ে প্রভাতফেরি মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন সংগঠনের  ছোট্ট ছোট্ট শিশুরা তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাষা শহিদদের উদ্দেশ্যে মাতৃভাষার অমর সংগিত" আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি" গানটি গেয়ে শহিদ মিনারে উপস্থিত  হয়।ফুলে ফুলে ভরে উঠে শহিদ মিনারের বেদি।সকালে বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে দলীয় কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান,কালো ব্যাজধারণ,শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ,  ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন সহ সভাপতি আবদুর রশিদ, বক্তব্য রাখেন  সাধারন সম্পাদক ও মেয়র খায়রুল আলম ভূঞা, সহ সভাপতি আবুল হোসেন আজাদ,সদস্য  বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সহ প্রমুখ।সকাল ১১ ঘটিকার সময়  হালুয়াঘাট  উপজেলা  ৩০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে শিশু কিশোরদের মাঝে চিত্র অংকন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা অনুষ্ঠিত হয়, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও মেয়র খায়রুল আলম ভূঞা,উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা ঘোষ,  বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ,সহকারী কমিশনার ভূমি জিনিয়া জামান, ওসি মাহবুবুর রহমান, ভাষা শহিদ আবদুল জব্বারের ভাতিজা  আতিক উল্লাহ, ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, সহ অন্যান বিশিষ্ট জন, বিশেষ অতিথি মেয়র খায়রুল আলম ভূঞা  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহিদ ও মহান মুক্তিযুদ্ধে শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন,একুশ আমাদের মাথা নত না করা শিখিয়েছে,তারই ধারা বাহিকতায় ১৯৭১ সনে আমরা  স্বাধীনতা পেয়েছি,তেমনি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি ছাত্র শিক্ষক অভিবাবক সকল পর্যায়ের বিশিষ্ট জন কে অনুরোধ করে বলেন, আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদ্দর্শে জীবন  গড়ে তুলতে হবে, কারন এরাই আগামী দিন দেশের কর্ণধার হবে।অনুষ্ঠানে পৌর মেয়র খায়রুল আলম ভূঞা মহান ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি কবিতা আবৃত্তি করেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন।
সমীর সরকার,হালুয়াঘাট প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)