গাজীপুরের বাড়ই বাড়িতে আদালতের আদেশ অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ 

Generic placeholder image
  Ashfak

গাজীপুর সিটি কর্পোরেশনের বাড়ই বাড়ি এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক বাড়ি নির্মাণ করছে জহিরুল হক শিকদার নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। জমির মালিক হাবিব শিকদার জানান, ৪১ নং ওয়ার্ডের বাড়ই বাড়িতে তার জমিতে দায়ের করা ১৪৫ ধারা ভঙ্গ করে বাড়ি নির্মাণের কাজ করছে জহিরুল হক শিকদার । তিনি বলেন, জহিরুল হক শিকদার স্থানীয় কিছু লোককে ম্যানেজ করে ১৪৫ ধারা ভঙ্গ করে এবং আদালতের নির্দেশনাকে উপেক্ষা করে তার জমিতে বাড়ির নির্মাণ করছে। এ বিষয়ে পুবাইল থানার এস আই মারফত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে যার অবস্থানে থাকার জন্য এবং আদালতে আমার প্রতিবেদন প্রেরণ করেছি। তারপর থেকে আমি আর এ ব্যাপারে কিছু জানি না। এ বিষয়ে পুবাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, বাদী পক্ষ আমার সাথে যোগাযোগ করে নাই বলে আমি কোন পদক্ষেপ নিতে পারছি না। যোগাযোগ করলে এবং অভিযোগ করলে অব্শ্যই ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ : গাজীপুর সিটি করপোরেশনের প্লান ও অনুমতিহীন এবং সীমানা নির্ধারণ না করে জমির মালিক জহিরুল হক শিকদার দীর্ঘদিন যাবৎ বাড়িটি নির্মাণের পায়তারা করছে। এব্যপারে পাশ্ববর্তী জমির মালিক হাবিবুর রহমান শিকদার নগর উন্নয়ন চেয়ারম্যানসহ সিটি করপোরেশন ও থানায় লিখিত অভিযোগ করেন। সর্বশেষ তিনি আদালতের শরনাপন্ন হলে, বিজ্ঞ আদালত ১৪৫ ধারা জারি করেন। 
মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)