হালুয়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে হাঁস-মুরগি ও খাবার বিতরণ

Generic placeholder image
  Ashfak

১৭ ফেব্রুয়ারী  সকাল ১১ ঘটিকায় হালুয়াঘাটে অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের মাঝে হাঁস মুরগি ও খাবার বিতরণ করা হয়।  উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে সমতল ভূমিতে বসবাসরত  অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক মান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ  উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে এগুলি বিতরণ করা হয় । উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা  আবিদুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মাহমুদুল হক সায়েম,   বিশেষ  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন  ফকির, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, অফিসার ইনচার্জ মাহবুবুল হক, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ভদ্র ম্রং, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  আলাল উদ্দিনসহ বিশিষ্ট জন প্রমুখ ।প্রধান অতিথি বলেন,সরকার আমাকে পার্বত্য চট্রগাম বিষয়ক সংসদীয় কমিটির সদস্য হিসাবে নির্বাচিত করেছেন। এখন আপনাদের নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। আগে কি পেয়েছেন সেটা বড় কথা না, এখন থেকে আপনারা (ক্ষুদ্র নৃগোষ্ঠী) সকল সুবিধা সমহারে পাবেন। কারণ আমি আপনাদের সবার নির্বাচিত এমপি। আপনাদের যে কোন সমস্যার কথা সরাসরি আমাকে জানাবেন আমি সাধ্যমত সমাধানের চেষ্টা করবো।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাইফ স্টক অফিসার তারেক আহমদ। এবারে ১৬৬জনকে ২০টি করে উন্নত জাতের মুরগী ও ৯ কেজি করে পোল্ট্রি  খাবার এবং ৭০জনকে ১২০ কেজি গো খাদ্য বিতরণ করা হয় ।
সমীর সরকার,হালুয়াঘাট প্রতিনিধি 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)