লোহাগড়া সরকারি আদর্শ কলেজে দিনব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত

Generic placeholder image
  Ashfak

নড়াইলের ঐতিহ্যবাহী লোহাগড়া সরকারি আদর্শ কলেজে দিনব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনা। সূত্র জানায়, পিঠা উৎসব এর শুরুতেই কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী,শিক্ষক ও এলাকার মানুষের সমন্বয়ে উৎসব শোভাযাত্রা বের হয়। এরপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনা পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস, ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম হায়াতুজ্জামান এবং অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের দেয়া ২০-২৫ টি পিঠার ষ্টল ঘুরে দেখেন। ষ্টলে দেশী সংস্কৃতির প্রায় একশ প্রকার পিঠার প্রদর্শনী করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনা বলেন, কলেজে এই প্রথম পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার মানুষের মাঝে পিঠা উৎসবকে নিয়ে নতুন উদ্দীপানার সৃষ্টি হয়েছে। নতুন প্রজন্ম পিঠা উৎসবকে আপন করে নিয়েছে। বাঙ্গালী জাতির সংস্কৃতি ধারণ ও লালনে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। আগামীতে এটা অব্যাহত থাকবে। পিঠা উৎবটি শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসীসহ বিশেষ করে নতুন প্রজন্মের মানুষদের মিলন মেলায় পরিণত হয়েছে। সংস্কৃতিমনা নড়াইলবাসীসহ দেশবাসীকে সংস্কৃতিকে উজ্জীবীত রাখবার জন্যেই এ পিঠা উৎসব।

ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)