বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্বের  আখেরি মোনাজাত

Generic placeholder image
  Ashfak

দিল্লির মাওলানা সাদ আহমদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভীর আমবয়ানের মধ্য দিয়ে শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। হালকা বাতাস আর শীতের আমেজে জিকির আসকারের মাধ্যমে চলছে বয়ান। রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ২০২৪ এর দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভীর। এদিকে শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে বয়ান করেন মাওলানা আব্দুল আজিম (ভারত), জোহরের পর বয়ান করেন মাওলানা শরিফ (ভারত), বাংলা তরজমা করেন মাওলানা মাহমুদুল্লাহ। আসরের পরে বয়াান করেন মাওলানা ওসমান (পাকিস্থান), বাংলা তরজমা করেন মাওলানা আজিমউদ্দিন। মাগরিবের পর বয়ান করেন মুফতি ইয়াাকুব (ভারত), বাংলা তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ। ইজতেমা আয়োজকদের তালিকা অনুযায়ী রোববার ফজরের পর বয়ান করেন মুফতি মাকসুদ (ভারত), বাংলায় তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পর-পরই হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করার কথা মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী (ভারত), বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ। ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু: টঙ্গীর কহর দরিয়া তুরাগ নদের তীরে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে ৭ মুসল্লির মৃত্যু হলো। এর মধ্যে ইজতেমা ময়দানে ৬ জন এবং ময়দানে আসার পথে ১ মুসল্লি মারা যান। জানা যায়, শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে মারা যান ঢাকা জেলার বংশাল থানার বাবু বাজার এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মুনতাজ উদ্দিন(৭৮)। তার খিত্তা নম্বর ছিল ১১, খুঁটি নম্বর ছিল ৫৬০৭। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আখেরী মোনাজাত উপলক্ষে মধ্যরাত থেকে বন্ধ থাকবে যে সকল সড়ক : দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে টঙ্গী ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকবে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার (১০ফেব্রুয়ারী) ইজতেমা ময়দানে গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণকক্ষে এ তথ্য জানিয়েছেন জিএমপি কমিশনার মো. মাহবুব আলম। জিএমপি কমিশনার জানান, শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোডসহ আশপাশের এলাকার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে ৩০০ ফুট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি চলতে দেওয়া হবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে। আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের ভোগান্তি দূর করতে যানবাহনে অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই কমিশনার।

মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)