প্রকৃত সাংবাদিকরা সমাজে দর্পণ হয়ে বস্তুুনিষ্ট খবর পরিবেশন করবে, যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে-মাহমুদুল হক সায়েম এমপি

Generic placeholder image
  Ashfak

 দৈনিক যুগান্তর এর  'পঁচিশে যুগান্তর 'এর প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন উপলক্ষে হালুয়াঘাট জয়ীতা মার্কেটে চত্বরে রাত ৮.৩০ মিনিটে হালুয়াঘাট  স্বজন সমাবেশ এর আয়োজনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তর এর হালুয়াঘাট প্রতিনিধি হাতেম আলীর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হক সায়েম,এমপি, মাননীয়  ময়মনসিংহ-১, (হালুয়াঘাট - ধোবাউড়া)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ও হালুয়াঘাট  আওয়ামীলীগ সাধারণ সম্পাদক  খায়রুল আলম ভূঞা,  মিসেস ঝর্ণা ঘোষ,চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উপজেলা পরিষদ, মাহাবুব রহমান, অফিসার ইনচার্জ, হালুয়াঘাট থানা,  অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  স্বপন কুমার ধর,  হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ, স্বজন উপদেষ্টা রেজাউল করিম,অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ,  আব্দুল মোতালেব, সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ,সহ সাংবাদিক  বৃন্দ সহ প্রমুখ। প্রধান অতিথি মাহমুদুল হক সায়েম বলেন আমি মনে করি সাংবাদিকরা সমাজের যেমন দর্পণ রাষ্ট্রের ও একটি স্তম্ভ, এখানে তাদের মাধ্যমে দেশের সমাজে এবং আমরা যারা রাজনীতি করি তাদের ত্রুটি গুলো যেমন তুলে ধরতে হবে, তেমনি  ভাল কাজ গুলি তুলে ধরে উৎসাহিত করতে হবে।পাশাপাশি তিনি অনুরোধ করেন হালুয়াঘাটে বৈধ ও প্রকৃত সাংবাদিকরা  সাংবাদিকতা করবে তবেই তাদের মাঝ থেকে সমাজ রাষ্ট্র কিছু পাবে। প্রেসক্লাব উন্নয়নের দাবী গুলি তিনি মনে নিয়ে বলেন প্রেসক্লাব উন্নয়নে যা করা দরকার মেয়র মহোদয়কে নিয়ে তা করা হবে।সাংবাদিক ও নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান করেন। মেয়র খায়রুল আলম ভূঞা  বলেন সাংবাদিকরা শুধু নেতাদের আলোকিত করবে যেমন, তেমনি তাদের লেখনির মাধ্যমে সমাজকে ও আলোকিত করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বজন সমাবেশের সম্পাদক শাহাবুদ্দীন।
সমীর সরকার,হালুয়াঘাট প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)