কাল আখেরী মোনাজাত, বিশ্ব ইজতেমার ২য় পর্বে লাখো মুসল্লির জুম্মার নামাজ আদায়

Generic placeholder image
  Ashfak

৫৭ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে সোনাবানের শহরখ্যাত টঙ্গীীর কুল ঘেষে বহে যাওয়া এক সময়কার খরশ্রোতা কহর দরিয়া ও বর্তমান তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে জুম্মার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। জুম্মার নামাজ পড়ান মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ইজতেমা ময়দানে জুম্মার নামাজে খুতবা পাঠ শুরু হয় দুপুর ১টা ৩১ মিনিটে, খুতবা শেষ হয় ১টা ৪৬ মিনিটে। দুপুর ১টা ৪৭ মিনিটে জুম্মার জামাত শুরু হয়ে শেষ হয় ১টা ৫৭ মিনিটে। এছাড়া, শুক্রবার বাদ ফজর মাওলানা সাদের ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদের আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় বিশ্ব মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম তাবলিগ জামাতের ৫৭তম ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রর্ম। বৃহস্পতিবার বাদ জোহর পাকিস্থানের মাওলানা হারুন কোরায়েশির বয়ানের মধ্যদিয়ে ইজতেমা শুরু হয় বলে জানিয়েছেন ইজতেমা আয়োজকরা। জুম্মার আগে বয়ান করেন মাওলানা মনির বিন ইউসুফ। বাদ জুমা বয়ান করেন আরবের মাওলানা শেখ মোফলে এবং বাদ আসর মাওলানা মোশারফ, বাদ মাগরিব মাওলানা ইউসুফ বিন সাদ বয়ান করবেন। প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বে শুরু হওয়া বিশ^ ইজতেমায় সার্বিক মুসল্লিদের সমাগম কিছুটা কম দেখা গেলেও চলমান দ্বিতীয় পর্বে মুরব্বীদের সমাগম বেশী হয় বলে অনেকেই ধারণা করেন। ইজতেমার দ্বিতীয় পর্বে দিল্লির মাওলানা সাদ অনুসারী তাবলীগ মুসল্লিরা অংশ নেন। ইজতেমায় আগত মুসল্লিরা দাবি করেছেন তারা এই বিভক্ত তাবলীগ জামাত চান না, সবাই একত্র এক জামাতে ইজতেমা পালন করতে চান। মৃত্যু : বিশ^ ইজতেমা মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, ইজতেমা ময়দানে ছয় মুসল্লির মৃত্যু হয়েছে। আর ইজতেমায় আসার পথে আব্দুল্লাহপুরে বাসের ধাক্কায় এক মুসল্লি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিন মুসল্লি। এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ মুসল্লির। বিদেশী মেহমান : জুম্মার আগ পর্যন্ত ৫৪টি দেশের ছয় হাজার ৩৬ জন মুসল্লি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ময়দানে এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম। এছাড়া মালয়েশিয়ায় ফেরিওয়ালা বলে খ্যাত, সমাজকর্মী ও বিখ্যাত ধর্মপ্রচারক ইবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিও ইজতেমা ময়দানে এসেছেন। অংশ নেবেন আখেরী মোনাজাতে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইজতেমা ময়দানের উত্তর পশ্চিম পাশে বিদেশিদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে তিনি মাগরিবের নামাজ আদায় করেছেন। গত বারের ন্যায় ইবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিও এবারও দ্বিতীয় ধাপের ইজতেমার আয়োজনেও যোগ দিলেন। সন্ধ্যায় ইজতেমা ময়দানের বিদেশি খিত্তায় ইবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিও সঙ্গে জুম্মার নামাজের আগ মূহুর্তে কথা হয়। লিও বলেন, বাংলাদেশে এসেছি। বাংলাদেশকে ভালোবাসি। আখেরি মোনাজাতে অংশ নেব। তিনি মালয়েশিয়ার মুসলিম উদ্যোক্তা এবং ধর্মপ্রচারক হিসেবে তিনি বেশ পরিচিত।

হকার ও ভিক্ষুক উপদ্রব : 
বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিভিন্ন জেলা ও থানা থেকে টাকা রোজগারের উদ্দেশ্যে ইজতেমা ময়দানে ও আশপাশের টঙ্গীর ষ্টেশর রোড, কামারপাড়া মোড়, আব্দুল্লাহপুর এলাকার ফুটপাতে হকার ও ভিক্ষুক এবং ঘামখোর ভীড় জমিয়েছে। এদের সাথে যোগ হয়েছে পকেটমার, ছিনতাইকারী ও অজ্ঞানপাটির সদস্যরা। এদের নিয়ন্ত্রণে আইনশৃংখলা বাহিনী কঠোর নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। উপস্থিতি: জুমার নামাজে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি, গাজীপুর ২ আসনের এমপি জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম, গাজীপুরের জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টঙ্গী থেকে মৃণাল চৌধুরী সৈকত

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)