লোহাগড়ার শামুকখোলা কাজীপাড়ায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ইসলামীক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Generic placeholder image
  Ashfak

নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা কাজীপাড়া জামে মসজিদ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক কাজী শরিফুল ইসলাম মিন্টুর উদ্যোগে ও গ্রামবাসীদের আয়োজনে ৪র্থ ইসলামীক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ৩৩তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসা চত্বরে পবিত্র কোরআন তেলোয়াত, আযান, হামদ-নাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ত্ব করেন শামুকখোলা কওমী মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আঃ হলিম। কাজী আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন নড়াইলের পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়া, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়, নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান মুন্সী জোসেফ হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ জাহদিুল ইসলাম কালু, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান।


ইকবাল হাসান,নড়াইল প্রতিনিধি
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)