মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানের পুত্রসহ ৫ সমর্থকের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Generic placeholder image
  Ashfak

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক খান রাহাতের পুত্র তৌকিরসহ ৫ সমর্থকের ওপর হামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দাউদখালী ইউনিয়ন আওয়ামীলীগ। সোমবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দাউদখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম খান লিখিত বক্তব্যে বলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ খান মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দাউদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ফজলুল হক খানের সমর্থন পেতে সম্প্রতি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে যান। এসময় ফজলুল হক খান ছাত্রলীগ নেতা বায়জিদ আহমেদ খানকে সমর্থনে দ্বিমত পোষণ করেন। এতে বায়জিদ ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স থেকে বের হয়ে যান। পরে এ ঘটনার জের ধরে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান উপজেলার বড়হারজি এলাকা হতে তার ব্যক্তিগত গাড়িতে দধিভাংগা বাসায় যাওয়ার পথে তেতুলতলা বাজার নামক স্থানে বায়জিদ আহমেদ খানের দলবল তার গাড়ির গতিরোধ করার চেষ্টা করেন। পরে দধিভাংগা বাজার ব্রিজ সংলগ্ন স্থানে বায়জিদ আহমেদ খান ও তার লোকজন চেয়ারম্যানের পুত্র তৌকির, ড্রাইভার মনিরুজ্জামানসহ ৫ সমর্থকের ওপর হামলা চালায়। সংবাদ সম্মেলনে উপজেলা আ’লীগ নেতা রফিকুল ইসলাম রিপন মাতুব্বর ও দাউদখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুল রহমান খানসহ ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। এব্যাপারে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের গাড়ির সাইড দিতে দেরি হওয়ায় চেয়ারম্যানের ড্রাইভার উত্তেজিত হয়ে তার লোকজন খবর দিয়ে উল্টো আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালায়।
ইসমাইল হোসেন হাওলাদার,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)