‘‘মত-ভেদাভেদ ভুলে শান্তি বজায় রাখার আহ্বান মুরব্বীদের’’ বিশ্ব ইজতেমা ময়দানে দলে দলে আসছে মুসল্লি

Generic placeholder image
  Ashfak

ইসলাম ও তাবলগি জামাত অনুসারীদের সকল মত-ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে এবং শান্তিপূর্ণ ভাবে ইজতেমায় অংশ নিয়ে ইজতেমাকে সফল করতে ধর্মপ্রাণ মুসল্লীদের প্রতি আহবান জানিয়েছেন ইজতেমা আয়োজক কমিটির মুরব্বীগনসহ স্থানীয় এমপি, সিটি কর্পোরেশন মেয়র এবং আইন শৃংখলাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাগন। জোবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমার ৫৭তম আসরে বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বিগন ঢাকার কাকরাইল মসজিদে এসে জড়ো হওয়ার পর কাকরাইল মসজিদের পেশ ইমাম মুহাম্মদ জোবায়ের হোসাইনের নেতৃত্বে ২ ফ্রেরুয়ারী শুক্রবার ভোর রাতে ময়দানে এসে উপস্থিত হবেন এবং বাদ ফজর থেকে আম বয়ানের মধ্যদিয়ে ৩ দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্টানিকতা শুরু হবে। এছাড়া শুক্রবার দুপুরে দেশের সর্ববৃৎ বাদ জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে ঐতিহাসিক বিশ^ ইজতেমা ময়দানে। আজ বিভিন্ন জেলা থেকে আইন প্রয়োগকারীর সংস্থার সদস্যগনসহ দলে দলে তাবলিগ জামাতের মুসল্লীরা আসতে শুরু করেছে। ধারনা করা হচ্ছে :- বিশ্ব ইজতেমার প্রথমাংশের জুম্মার নামাজে এ বছর নানা বিড়ম্বনাকে উপেক্ষা করে ঢাকাসহ দেশের ৬৪ জেলা থেকে মুসলিরাø টঙ্গীর বিশ^ ইজতেমা ময়দানে অংশ নিবেন কয়েক লক্ষ মুসল্লী। শুক্রবার প্রথম দিন জুম্মাবার হওয়ায় প্রতিবছরই বৃহস্পতিবার রাত থেকে টঙ্গী ও আশপাশ এলাকার লাখো মুসুল্লির ঢল নামে টঙ্গীর কহর দরিয়া তুরাগ নদের তীরে। এবারও নামাজের আগেই ইজতেমার পুরো প্যান্ডেল ও ময়দান কানায় কানায় ভরে উঠবে। অন্যান্য বছরের চেয়ে এবারও উপস্থিত লাখ লাখ মুসল্লির উদ্দেশে যথারীতি তবলিগের ৬ উসুল অর্থাৎ কালেমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সহিহ নিয়ত ও তাবলিগ বিষয়ে আমবয়ানের মাধ্যমে ইজতেমার প্রথম পর্বের ৩ দিনের কার্যক্রম শুরু হবে। সূত্রমতে, বিশ্ব ইজতেমাকে কেন্ত্র করে বিবাদমান জোবায়ের পহ্নি ও সাদ পহ্নির শীর্ষ মুরব্বীদেরমধ্যে সৃষ্ট পরিস্থিতি স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের মধ্যস্থতায় তাবলিগের উভয় গ্রুপের উপস্থিতিতে সমঝোতা করে এবারও ইজতেমা দুইধাপে আয়োজনের সিদ্ধান্ত হয়। এ বছর দুই দফায় ৩ এবং ১১ ফ্রেরুয়ারী-২০২৪ মোনাজাত অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণ, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে টঙ্গী আইনশৃংখলা বাহিনীর বিপুল পরিমান সদস্য মোতায়েন করা হবে। পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ, র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আনসার- ভিডিপি, ফায়ার সার্ভিসসহ সবাইকে প্রস্তুত রাখা হবে। তুরাগ নদের উপর ভাসমান ৬ টি সেতু নির্মাণ করা হয়েছে। মুসল্লেিদর নিরাপত্তার স্বার্থে স্থাপন করা হয়েছে র‌্যাব ও পুলিশের পক্ষ থেকে ওয়াচ টাওয়ার। বিদেশী মেহমানদের নিরাপত্তায় আইনশৃংখলা বাহিনী বিশেষ ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। বিশ্বইজতেমা পরিচালনা কমিটির মুরব্বী ইঞ্জিনিয়ার মাহফুজুল ইসলাম জানান, শুক্রবার থেকে শুরু হবে তাবলিগ জামাত আয়োজিত মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম সমাবেশ ৫৭তম বিশ্ব ইজতেমা। ২০২৪ ফ্রেরুয়ারীর বিশ্ব ইজতেমায় যোগ দিতে দেশ-বিদেশের মুসল্লিরা ইতোমধ্যে আসতে শুরু করেছে। এছাড়া এ পর্বে প্রায় ৪৫/৫০ টি দেশের প্রায় দুই হাজারের মতো বিদেশী মুসল্লি অংশগ্রহন করার কথা রয়েছে। প্রথম দুইদিনের নেতৃত্বে থাকবেন মাওলানা জোবায়ের হোসাইন অনুসারী তাবলীগ মুসল্লীরা। পরবর্তী দু’দিনে থাকবেন মাওলানা সা’দ পন্থী ওয়াসেফুল ইসলামের অনুসারী তাবলীগ মুসল্লীরা। দু’গ্রুপেরই আলাদাভাবে থাকছে আখেরী মোনাজাতের অনুষ্ঠান। প্রথম পক্ষের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ৩ ফ্রেরুয়ারী রোববাার এবং দ্বিতীয় পক্ষের আখেরী মোনাজাত ১১ ফ্রেরুয়ারী রোববার। বিভিন্ন সড়ক-মহাসড়কে ইজতেমায় আগত মুসল্লিদের ভীড় :- প্রথমাংশের বিশ্ব ইজতেমা ময়দানে আগতদের মঙ্গলবার বিকেল থেকে টঙ্গী, আব্দুল্লাহপুর, কামারপাড়া, টঙ্গী বাজার, স্টেশনরোড, চেরাগআলীর সড়ক-মহাসড়কসহ রেলওয়ে ষ্টেশন টঙ্গী, বিমানবন্দর, জয়দেবপুরে প্রচন্ড ভিড় এবং মুসল্লিদের ইজতেমা ময়দানে প্রবেশের তাগিদ লক্ষ্য করা গেছে। ময়দানের আশপাশে পরিস্কার পরিছন্নতা :- ফ্রেরুয়ারী ২০২৪ ইজতেমা ময়দানের উত্তর পাশে টঙ্গী-আশুলিয়া রোডের ফুটপাতে, পশ্চিম ও দক্ষিণ দিকে তুরাগ নদের তীরসংলগ্ন এলাকা, টঙ্গী ষ্টেশন রোড এলাকাসহ ঢাকা ময়মনসিংহ রোড, ঢাকা সিলেট রোডে ধুলোবালি থাকলেও প্রতিবারের চেয়ে শতভাগ পরিস্কার পরিছন্নতার ছাপ লক্ষ্য করার মতো। গাজীপুর সিটি কর্পোরেশন ও মহানগর ও স্থানীয় থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় অতীতের নোংরা ময়লাযুক্ত স্থানগুলো পরিস্কার পরিচ্ছন্ন এবং ফুটপাত হকার মুক্ত করার আপ্রান চেষ্টা অব্যাহত রয়েছে। হকার, ভিক্ষুক, চোর, ছিনতাইকারীদের আনাগোনা :- বিশ্ব ইজতেমা শুরু হওয়ার আগেই ময়দানের চারপাশের ফুটপাত গুলোতে বিভিন্ন অঞ্চল থেকে আসা সৃজনারী হকার [ছোট ছোট ব্যবসায়ী] ছাড়াও চোর, ছিনতাইকারী ও ভিক্ষুকসহ আনাগোনা বেড়ে গেছে ইতিমধ্যে। নোংরা ও ময়লা কাপড় পরে সাহায্যের জন্য ইজতেমায় আগত মুসল্লিদের পথ আগলে ধরে মুসল্লিরসহ সাধারণ মানুষদের বিব্রতবোধ করতে দেখা গেছে। তাছাড়া ইতিমধ্যে এবছর শিশু ও মহিলা ভিক্ষুকদের আনাগোনা নজরে পড়ার মতো। এছাড়া ষ্টেশন রোডের মোড়, আশরাফ সেতুর সামনে, মিল গেইট, কাদেরিয়া টেক্সটাইল মিলের সামনে, কামারপাড়া রোডের পশ্চিম মোড়, রেলওয়ে ষ্টেশন এলাকায় চোর, ছিনতাইকারী ও অজ্ঞান পাটির সদস্যরা সক্রিয় হয়ে উঠতে দেখা গেছে। গত কয়েকদিন যাবৎ এসব এলাকায় একাধিক পকেটমার, মোবাইল, জুতা চোর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ফুটপাতে অবৈধ দোকানপাটের কারণে জনসাধারণের যাতায়াতে কষ্ট :- নিষেধাক্ষা থাকা সত্বেও এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্বেও ময়দানের চারপাশে ভাসমান দোকানদাররা হরেক রকমের দোকান থাকায় ইজতেমায় আগত মুসল্লি এবং জনসাধারণের যাতায়াতে বেশ কষ্ট পোহাতে হচ্ছে। মুসল্লিদের মালামাল কেনার জন্য বিভিন্নভাবে ডাকচিৎকার করে আহ্বান করছেন ফুটপাত ব্যবসায়ীরা। পুলিশ বার বার তাদের বাধা প্রদান করলেও থামছে না হকাররা। অপরদিকে ইজতেমাকে কেন্দ্র করে টঙ্গীর মন্নু টেক্সটাইল মিলস, অলিম্পিয়া টেক্সটাইল মিলস, আশরাফ টেক্স টাইলস মিলস, হোন্ডা রোড এলাকায় ইজারার মাধমে বিভিন্ন শ্রেনীর ব্যবসায়ীরা বিভিন্ন দোকান তৈরি ও সাজাচ্ছেন। ব্যবসায়ীরা জানান, স্থানীয় ইজারাদারগনের তাদের কাছ থেকে কয়েকগুন বেশী টাকায় ভিটভাড়া নিয়ে দোকান বসাতে ব্যস্ত সময় পার করছেন। আজ মঙ্গলবার দুপুরের পর থেকে অনেকেই দোকান নিয়ে বসবেন বলে জানান অধিকাংশ ব্যবসায়ীরা। পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় সংকটে মুসল্লিরা :- অন্যদিকে দেশের বিভিন্ন জেলা থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আগত ধর্মপ্রাণ মুসুল্লিদের কাছ থেকে পরিবহন মালিকসহ তাদের শ্রমিক কর্মচারীরা বাংলাদেশ সরকারের বেঁধে দেয়া ভাড়াকে উপেক্ষা করে দ্বিগুন ভাড়া আদায় করায় মুসুল্লিরা চরম দুর্ভোগ ও হয়রানীর শিকার হচ্ছে বলে জানান বেশ কয়েকজন মুসল্লি । ইজতেমা ঘিরে মহাসড়কে তীব্র যানজট :- গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী কর্মজীবী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন। যানজট নিরসনে পুলিশের কোনো পদক্ষেপই কাজে লাগছে না বলে অভিযোগ করেছেন এ সড়কে যাতায়াতকারী যাত্রীরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের কারণে ঢাকা-বাইপাস ও ঢাকা-টাঙ্গাইল সড়কেরও যানজট লেগে থাকে। মঙ্গলবার সকালে চন্দ্রা মোড় থেকে টঙ্গী পর্যন্ত সড়কের বিশেষ বিশেষ কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়। চন্দ্রা মোড় থেকে টঙ্গী আসা ব্যবসায়ী আসলাম শেখ জানান, সকাল ১১ টায় চন্দ্রা থেকে রওনা কওে সোয়া ২ টায় এসে টঙ্গী ষ্টেশন রোডে পৌছেছি, জায়গায় জায়গায় জ্যা¤ম ছিলো এবং ময়মনসিংহ থেকে আসা মুসল্লী রফিকুল, নান্নু মিয়া জানান, সাড়ে ৮টায় ময়মনসিংহ মাসকান্দা থেকে বাসে চড়ে ১টা ৪০ মিনিটে কামার রোড নেমেছি, মাওনা, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, বাসন সড়ক, বোর্ডবাজার, বড়বাড়ি, গাজীপুরা টঙ্গী কলেজ গেইট প্রচন্ড যানজট ছিলো।
মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)