লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ধ্বংসের নাটক নতুন করে মঞ্চস্থ করার পায়তারা চলছে

Generic placeholder image
  Ashfak

লামা রাবার  ইন্ডাস্ট্রিজ লিমিটেড ধ্বংসে ষড়যন্ত্রকারিরা নতুন করে আবারো সক্রিয় হয়ে উঠেছে। লামা রাবার ইন্ডাস্ট্রির ভূমিতে জোর করে স্থাপনা নির্মান করার পায়তারা করছে। এটা লামা রাবার ধ্বংসের পরিকল্পিত নীল নকশা বাস্তবায়ন নয় শুধু, পার্বত্য শান্ত জনপদ লামায় সশস্ত্র সন্ত্রাসীদের শক্তি জানান দেয়া হচ্ছে বারংবার একই অপরাধ করে। বলা যায় 'কুম্ভকর্ণের নিদ্রাচ্ছন্নতায় কূপমন্ডুকদের তাপালিং।' বন শিল্প ধ্বংস করে পার্বত্য জনপদে ভূমি নিয়ে জটিলতা সৃষ্টির মাধ্যমে  কতিপয় মহলকে ভূমিচ্যুত করা হচ্ছে মর্মে, নাটক মঞ্চস্থ করার অপচেষ্টা করা হচ্ছে। মূলত পাহাড়ের সন্ত্রাস সমর্থক দেশ ও বিদেশের একটি গ্রুপকে উস্কানিমূলক সুযোগ করে দিচ্ছে এই সুবিধাবাদী মহলটি। কারা কোন স্বার্থে এই নীল নকশা আঁকছে, তা অনুসন্ধান করলে জানা যাবে। এই ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে নাটক চলছে, যা স্থানীয় প্রশাসনও জানেন। শুরু থেকে ক্ষতিগ্রস্ত রাবার ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষসহ স্থানীয় ভূমি উন্নয়ন অধিকার রক্ষা কমিটি এইসবের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আসছে। খোঁজ নিয়ে জানাযায়, বাংলাদেশের বেসরকারি মালিকানাধীন সর্ববৃহৎ রাবার বাগান 'লামা রাবার ইন্ডাস্ট্রিস লিমিটেড'; যার সাথে জড়িত হাজারো মানুষের স্বপ্ন, কর্মসংস্থান রুজি-রুটির ব্যবস্থা। দুর্গম পাহাড়ি অঞ্চলের অবহেলিত মানুষের কর্মসংস্থানের জন্য এই প্রতিষ্ঠানটি দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু কুচুক্তি সন্ত্রাসী মহল অত্যন্ত ঘৃণিত দেশদ্রোহী মানসিকতা সম্পন্ন সন্ত্রাসীদের মদদদাতারা শুধু লামা রাবারকে ধ্বংস করছে না, সেই সাথে ধ্বংস করছে অবহেলিত নিরীহ হাজারো মানুষের কর্মসংস্থানকেে। ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ রাবার বোর্ডসহ রাবার খাতের সাথে জড়িত সকলের দৃষ্টি আকর্ষণ করছি। লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার জন্য সকল মহলের সহযোগিতা চেয়ে আবেদন  জানিয়েছেন, 'বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় এই সেক্টরটিকে রক্ষা করার জন্য।
জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)