হামাসকে অর্থায়ন করেছে ইসরাইল!

Generic placeholder image
  Ashfak

অতীতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে অর্থ সহয়াতা করেছে ইসরাইল বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল।

শুক্রবার স্পেনের ভায়াদোলিদ বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

জোসেফ বোরেল বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি অথরিটিকে (পিএ) দুর্বল করে দিতে এবং ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটল ধরাতে একসময় হামাসকে ইসরাইল অর্থায়ন করেছে।

আরও পড়ুন: হামাসকে পুরোপুরি হারানো সম্ভব নয়, স্বীকার করলেন ইসরাইলি মন্ত্রী

তিনি বলেন, হ্যাঁ, ফাতাহর নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটিকে দুর্বল করতে হামাসকে অর্থায়ন করেছিল ইসরাইল সরকার।

তবে কবে কোন সময় ইসরাইল হামাসকে অর্থ সহায়তা দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি ইইউর এ কর্মকর্তা।

আরও পড়ুনঃ ইউক্রেনের ৬০ ভাড়াটে সেনাকে হত্যা করল রাশিয়া

স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন নিয়েও কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের এ প্রভাবশালী কর্মকর্তা। তিনি জানিয়েছেন, ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্র গঠন।

আরও পড়ুন: ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পালটাপালটি অবস্থান

তিনি বলেন, আমরা বিশ্বাস করি শুধু দ্বিরাষ্ট্র সমাধানই শান্তি আনবে। যদি এ ব্যাপারে ইসরাইল নেতিবাচক থাকে তবু এটিই সমাধান।

দ্বি-রাষ্ট্র সমাধান আসলে কী?

দ্বি-রাষ্ট্র সমাধান হল ফিলিস্তিন ও ইসরাইল নামে আলাদা দুটি স্বাধীন রাষ্ট্র পাশাপাশি থাকবে। আর এই রাষ্ট্র গঠিত হবে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী। কিন্তু এটি হলে অবৈধভাবে দখল করা অনেক অঞ্চল ইসরাইলকে ছেড়ে দিতে হবে। সে কারণে ইসরাইল দ্বি-রাষ্ট্র সমাধানে আগ্রহী নয়।

সূত্র: রয়টার্স, ইউরোনিউজ

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)