পাহাড়ের জনপদ মানুষ শীতের কাঁপছে

Generic placeholder image
  Ashfak

পাহাড়ের বসবাসকারী মানুষগুলো শীতের কাঁপছে। সবচেয়ে বেশী ভোগান্তিতে হতদরিদ্র মানুষরা। সরকারী মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্মাইল বাংলাদেশ সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ও খাগড়াছড়ি আদিবাসী পেশাজীবি উদ্যোগে কম্বল বিতরণ করলেও তা পর্যান্ত নয়। পাহাড়ের মানুষরা কেউ উঁচু ভূমি, কেউবা নিচু ভূমিতে বাস করছেন। পাহাড়ের জনপদ লোকজন বেশী ভাগ কৃষি কাজের উপর নির্ভরশীল । কেননা, পাহাড়ের বড় ধরনের মিল কারখানা নেই বললেও চলে। কর্মসংস্থান অভাব রয়েছে পাহাড়ের শিক্ষিত বেকার যুবক- যুবতীদের। শীতের হিমেল অপেক্ষা করে চলছে কৃষকদের ব্যস্ততা। ইরি- বোরো ধানের রোপনে হিড়িক পড়েছে। সকালের কাক ডাকা ভোর থেকে কাজের বের হচ্ছেন নারী পুরুষ সবাই। পাহাড়ের বসবাসরত পাহাড়ি নারীরা পুরুষ চেয়ে কাজের এগিয়ে। পুরুষ মতো সব কাজ নারীরা করছে। কেউবা নিজের জমিতে কাজ করছেন, কেউবা অন্য জমিতে মজুরী হিসেবে কাজ করছেন। শীতের কাঁপছে উপজেলায় রসুনআলী পাড়া, তিনঘরিয়া, বুধং পাড়া, ধ্যাইজ্জা পাড়া, ছদুরখীল, কালাপানি, থলি পাড়া, লিপিয়া গ্রামের মানুষগুলো। জেঁকে বসা শীতের সঙ্গে পাল্লা দিয়ে প্রবাহিত হচ্ছে শৈত্যপ্রবাহ। গত কয়েকদিন ধরে উপজেলার ৪ টি ইউনিয়নে পাহাড়ি এলাকা চলছে কনকনে শীত। ঘন কুয়াশায় এখন এলাকায় জেঁকে বসেছে প্রচন্ড শীতের। ময়ূরখীল নিবাসী মিসেস মানু মারমা জানান, পাহাড়ি এলাকায় দিনদিন শীত বাড়ছে। প্রচন্ড শীতের কারণে এলাকার মানুষ সর্দি, কাশি ও জ্বর আক্রান্ত হচ্ছেন বেশি। প্রতিবছর এভাবেই শীতের সঙ্গে লড়াই করে তাদেরকে বেঁচে থাকতে হয়। কালাপানি গ্রামের বাসিন্দা ডা: রমজান আলী বলেন, উপজেলা এলাকার চেয়ে দূর্গম পাহাড়ে নিচের বসবাসকারী শীতে কষ্ট পাচ্ছে বেশি। গত দুই তিনদিনে বেলা ১০-১১টার আগে সূর্যের দেখা পাওয়া যায় না। শীতের মৌসুমে পাহাড়ের বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায়। বাজারে রাস্তা প¦াশেই বিভিন্ন ধরনের পিঠা অস্থায়ী দোকান বসেছে নারীরা। সকালের এবং বিকেলে এসব দোকানে ভাপা পুলি পিঠা, পাটিসাপটা পিঠাসহ বিভিন্ন ধরনের তৈরী করে বিক্রি করছেন। এ ব্যাপারে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া জানান, সরকারিভাবে এ উপজেলায় শীতবস্ত্র হিসেবে কম্বল বরাদ্দ পাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাধ্যমে বিতরণ করা হয়েছে।
অংগ্য মারমা,মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)