মিরসরাইয়ে হিফজুল কুরআন মাদরাসার উদ্বোধন

Generic placeholder image
  Ashfak

মিরসরাইয়ে পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স হিফজুল কুরআন মাদরাসার উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারী) বিকেলে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী বাজার সংলগ্ন সদ্য প্রতিষ্ঠিত হিফজুল কুরআন মাদরাসার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্সের সহকারী শিক্ষক মাওলানা আনোয়ার হোসেনের সঞ্চালনায় এবং মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরকোমা বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্টের হেড অব এস.এম ইসমাইল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূঁইয়া পিন্টু, সদকায়ে যারিয়া ফাউন্ডেশনের সচিব ও প্রকল্প পরিচালক ফখরুল আলম মুন্না, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, বিশিষ্ট ব্যবসায়ী আজহারুল হক চৌধুরী হারুন, বদর উদ্দিন ভূঁইয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নাছির উদ্দীন, হিফজুল কুরআন মাদরাসার অন্যতম উদ্যোক্তা নুরুল আবছার ভূঁইয়া।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মোশারফ হোসেন, কামরুজ্জামান, শফিউল আজম মিলন।
সাত জন শিক্ষার্থী নিয়ে পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স হিফজুল কুরআন মাদরাসার যাত্রা শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদীয়া কমপ্লেক্সের সুপার মাওলানা সূফী আহমদ উল্যাহ।
উল্লেখ্য, মরহুম হাফেজ নুরুল আলম ও নুরুল ইসলাম এর পরিবারের পক্ষ থেকে মোহাম্মদীয়া কমপ্লেক্স হিফজুল কুরআন মাদরাসার জন্য ভূমি দান করেন। হিফজুল কুরআন মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদীয়া কমপ্লেক্সের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রেদোয়ান হোসেন জনি,মিরসরাই প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)