তোমার বাবাকেও ভোট দিয়েছিলাম গাজীপুরের চত্বরে প্রতিবন্ধী গনি মিয়া কেঁদে কেঁদে বললেন

Generic placeholder image
  Ashfak

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি চতর স্কুল গেট এলাকায় পথ-সভায় যান। এ সময় অন্যদের সাথে স্থায়ী প্রতিবন্ধী আবুল গনি মিয়া হুইচেয়ারে করে ওই পথ-সভায় যোগ দেন। প্রতিবন্ধীর দিকে এমপি রাসেল এগিয়ে গেলে তার গলায় জড়িয়ে ধরে কেদে ফেললেন প্রতিবন্ধী আবুল গনি মিয়া। দৃশ্যট দেখে এলাকাবাসী আবেগ-প্রবণ হয়ে পড়েন। এ সময় প্রতিবন্ধী গনি মিয়া বলেন, তোমার বাবাও আমার কাছে ভোট চাইতে এসেছিলেন। তাকেও দোয়া করেছিলাম ভোট দিয়েছিলাম। সেবার নির্বাচনে তিনি বিজয়ী হয়েছিলেন। তোমার জন্যও দোয়া রইলো, বলেই হাউমাউ করে কেদে ফেলেন গনি মিয়া। এ সময় যুব ও ক্রীয়া প্রতিমন্ত্রীর চতর স্কুল গেট এলাকায় পথ-সভায় বলেন, এ এলাকাটা এক সময় গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার আওতাধীন চলে গিয়েছিল। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ও সুবিধার জন্য আমি উপরে তদবির করে ক্যান্টনমেন্ট বোর্ডের আওতামুক্ত করেছি। যার সুবিধা এখন এলাকাবাসী পাচ্ছেন। পশ্চিম চত্বর শহীদ আহসান উল্লাহ মাস্টার নগর এলাকায় বস্তিবাসীদের মাথা গুজার আশ্রয়। সরকারি ওই জায়গায় বসবাস করতেন কিছু অসহায় দরিদ্র লোক। তাদের কথা চিন্তা করে ওই জমি তাদের নামে বরাদ্দসহ জমিতে ঘর নির্মাণ করার ব্যবস্থা করেছি। বর্তমানে সেখানে ৭৫ টি পরিবার বসবাস করেছেন। কিন্তু কোন দখলদার এ সুযোগ পেলে তা নিজে দখল করে হয়তো সুবিধা নিতেন। আমি তা করিনি। এসব সুবিধা দেয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী, নৌকায় ভোট চেয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসীর কাছে।

মৃণাল চৌধুরী সৈকত,গাজীপুর 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)