ইউপিডিএফ সমর্থিত নিহত চার নেতা স্মরণে মানিকছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন

Generic placeholder image
  Ashfak

মানিকছড়ি উপজেলায় ধর্মঘর বটতলা এলাকায়তে রবিবার (৩১ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৫ টায় পাহাড়ের ঘাতক-দালাল নির্মূল কমিটির উদ্যোগে পানছড়ির লোগাং ইউনিয়নের দুবৃর্ত্তদের গুলিতে ইউপিডিএফ সমর্থিত নিহত চার নেতা স্বরনে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ( পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অংসালা মারমাসহ বিভিন্ন গ্রাম থেকে আগত যুবক, নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন। এই প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিপুল,লিটন,সুনীল ও রহিনসহ সকল আত্মবলিদানকারী নিহত চার নেতা স্মরণ ও নববর্ষ ২০২৪ সালের পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ভয়-ভীতি হীন মুক্ত পরিবেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে, দালাল- প্রতিক্রিয়াশীলদের নিন্দা -ঘৃণা, প্রতিবাদ এবং পার্বত্যবাসীর সুখ -শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। গত সোমবার পানছড়ির লোগাং ইউনিয়নের অনিল পাড়ায় এক বাড়িতে দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফ সংগঠক রহিন বিকাশ ত্রিপুরা নিহত হয়।
অংগ্য মারমা,মানিকছড়ি প্রতিনিধি
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)