মাদারীপুরে ২শত মিটার ড্রেন এখন মরণ ফাঁদ

Generic placeholder image
  Ashfak

মাদারীপুরের পৌর শহরে  ড্রেনের কাজের নেই কোনো অগ্রগতি। ড্রেনের কাজ শেষ না করে চলে যাওয়ায় ভোগান্তিতে পড়ছে এলাকাবাসী, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা।

 বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)  সকালে পৌর শহরের  সৈয়দারবালী ৫নং ওয়ার্ডবাসীরা অসম্পূর্ণ ড্রেনের কাজের প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেছেন। 

সংবাদ সম্মেলনে এলাকাবাসী জানান, দীর্ঘ তিন বছর ধরে পৌর মেয়রের অবহেলায় পৌরসভার ৫নং ওয়ার্ডে  পানিছত্র লিগ্যাল এইড ট্রেনিং সেন্টার থেকে খোকন ভূইয়ার ক্লাব পর্যন্ত ২০০ মিটারের ড্রেনের কাজ এখনো সম্পূর্ণ করতে পারেনি।অসম্পূর্ণ এই ড্রেন এখন মানুষের মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এ ড্রেন দিয়ে প্রতিনিয়ত পথচারী এলাকাবাসী এবং শিক্ষার্থীরা একে স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করে। একটু খানি বৃষ্টি হলেই পানি জমে তলিয়ে যায় ড্রেন। এতে পড়তে হয় বড় ধরনের ভোগান্তিতে। এই ড্রেনের ভিতর পড়ে কয়েকজন আহত হয়েছেন।
এই অসম্পূর্ণ ড্রেনের লোহার রড বেরিয়ে থাকায়
আতঙ্কের মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে ড্রেন দিয়ে চলাচল করতে হয় তাদের। তাই  অনতিবিম্ভে  এই অসম্পূর্ণ ড্রেনের কাজ সম্পন্ন কারার দাবি জানান  এলাকাবাসী। 

রাকিব হাসান ,মাদারীপুর প্রতিনিধি
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)