পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের রজতজয়ন্তী পালিত

Generic placeholder image
  Ashfak

পার্বত্য চট্টগ্রামের অন্যতম আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস্ধসঢ়; ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এর রজতজয়ন্তী পালন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে (২৬ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০টায় মানিকছড়িতে শিশু র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালীটি মানিকছড়ি গুরুন্তপূর্ণ সড়কের প্রদক্ষিণ করে ধর্মঘরে বটতলা এলাকায় দলীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে পিসিপির মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ অংসালা মারমা সঞ্চালনাড একটি চৌকস টিম ‌‘আমরা করবো জয়’ গানটির মাধ্যমে ইউপিডিএফের দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদদের উদ্দেশ্যে নির্মিত অস্থায়ী শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ইউপিডিএফের মানিকছড়ি ইউনিটের সংগঠক ক্যহ্লাচিং মারমা, পিসিপি’র মানিকছড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক আতুশে মারমা ও সদস্য মিতালী মারমা, নারী আত্মরক্ষা কমিটির আহ্ধসঢ়;বায়ক মিলি মারমা, শহীদ পরিবারবগের পক্ষ থেকে সাধনা চাকমা, অংক্রইমার মারমা, সামাউ মারমা। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের উদ্দেশ্যে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর পার্টি প্রতিষ্ঠার দীর্ঘ ২৫ বছরে শহীদ হওয়া ৩৫৬ জনের তালিকা প্রকাশ করেন ইউপিডিএফের মানিকছড়ি ইউনিটে র সদস্য অংচিং মারমা। ইউপিডিএফ সংগঠক ক্যহ্লাচিং মারমা পার্টির সভাপতি প্রসিত খীসার নেতা-কর্মী ও জনগণের উদ্দেশ্যে প্রেরিত বার্তা, ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন বর্জনসহ পার্টির ৭ দফা ঘোষণা পাঠ করছেন। শেষে শহীদ বিপুল চাকমাসহ চার জনের আন্দোলন সংগ্রামের স্মৃতিচারণ করেন পিসিপি সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমা। আলোচনা সভায় ইউপিডিএফ-এর সভাপতি প্রসিত খীসা নেতা-কর্মী ও জনগণের উদ্দেশ্যে লিখিত বার্তায় বলেন, ইতিহাসের বিভিন্ন পর্বে পার্বত্য চট্টগ্রামে প্রতিরোধ লড়াই সংগঠিত হয়েছে। বহিঃশক্তির আগ্রাসন প্রতিরোধ করে এ অঞ্চলের জনগণ নিজেদের স্বকীয়তা অক্ষুণ্ধসঢ়;ন রেখে গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তার ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামের বুকে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর আবির্ভাব ঘটেছে ইউপিডিএফ-এর। জেল-জুলুম, মামলা-হুলিয়া, ষড়যন্ত্র-অপপ্রচার, গুপ্ত হামলা-হত্যা এককথায় অবর্ণনীয় দমন-পীড়ন মোকাবিলা করে ইউপিডিএফ ২৫ বছর ধরে অবিচলভাবে অস্তিত্ব রক্ষার লড়াই সংগ্রাম জারি রেখেছে। এ সংগ্রামে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের বেশ ক’জন সম্ভাবনাময় প্রগতিশীল সংগঠক-নেতা-কর্মীসহ ৩৫৬ জন আত্মবলি দিয়েছেন। এ স্মরণীয় দিনে বীর শহীদদের রক্ত পতাকা উর্ধ্বে তুলে এগিয়ে যাবার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

অংগ্য মারমা,মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)