নৌকার প্রার্থী ক্রিকেটার মাশরাফি বললেন ভোট না নিয়ে যেন সংসদ সদস্য না হই, আপনারা ভোট কেন্দ্রে যাবেন

Generic placeholder image
  Ashfak

৭ জানুয়ারির নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, পরিবার নিয়ে যাবেন। মূল্যবান ভোটটি প্রদান করবেন। এই জন্য আপনারা মূল্যবান ভোটটি প্রদান করবেন যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি আমাকে দিয়েছেন। মহামারি করোনায় তিন বছর কাজ করতে পারিনি। গত দুই বছর কাজ করেছি। সাধ্যমতো কাজ করবার চেষ্টা করেছি। আমি কর্মে কোন গাফিলতি করিনি। আমার সর্বোচ্চটা করেছি। আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন তবে আগে যে চেষ্টা ছিলো তা দুইগুণ বেড়ে যাবে। আপনারা কেন্দ্রে যাবেন। যদি মনে করেন মাশরাফিকে ভোট দেবেন তবে দেবেন, আর যদি ভোট দিতে মন নাও চায় তবুও ভোট কেন্দ্রে যাবেন। আমি আপনাদের ভোটটি নিয়ে সংসদ সদস্য হতে চাই। আপনাদের ভোট না নিয়ে যেন সংসদ সদস্য না হই। মনে যেন আক্ষেপ না থাকে। ৭ জানুয়ারির পর আপনারা যা চাইবেন দেবার চেষ্টা করবো। সোমবার(২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলার মোল্যার মাঠে (শেখ রাসেল মিনি স্টেডিয়াম) ম্যাশ মেডিকেল ক্যাম্প (বিশেষজ্ঞ চিকিৎসা সেবা) এর উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যকালে নড়াইল-২ আসনের আওয়ামী লীগের এমপি প্রার্থী সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা উপরোক্ত কথাগুলি বলেন। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও ডক্টরস স্পেশালাইজড হসপিটাল লিঃ এর আয়োজনে নৌকা প্রতিকের এমপি প্রার্থী মাশরাফি বিন মর্তুজার সৌজন্যে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এখানে প্রায় পাঁচ হাজার রোগী ওষুধ ও ফ্রি চিকিৎসা সেবা নেন। ৪৫ জন বিশেষজ্ঞ ডাক্তার রোগীদের সেবা দেন। অনুষ্ঠানে লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমানসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইকবাল হাসান//নড়াইল প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)