টঙ্গীর হাজীনগরে নৌকা প্রতীকের পক্ষে এবং জাহিদ আহসান রাসেল সমর্থনে উঠোন বৈঠক অনুষ্ঠিত

Generic placeholder image
  Ashfak

টঙ্গীর হাজীনগর আবাসিক এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নৌকা প্রতীকের পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি’র সমর্থনে আব্দুস সালাম শেখ এর সভাপতিত্বে এক উঠোন বৈঠক অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার। প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন সরকার বলেন, অতীতে সর্বদা এলাকাবাসীর দু:সময়ে আমরা যেমন ভাবে শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্যারকে পাশে পেয়েছি ঠিক তেমনী আহসান উল্লাহ মাষ্টার স্যারের সুযোগ্য সন্তান এবং চার চারবারের এমপি জাহিদ আহসান রাসেলকে আমরা পাশে পেয়েছি। কিছু কুচক্রী দুষ্ট লোক আমাদের মাঝে থেকে ষড়যন্ত্র করছে, তাদের প্রতিহত করতে হবে। রাগ ক্ষোভ হিংসা প্রতিহিংসা ভূলে গিয়ে কাধে কাধ মিলিয়ে আগামী ৭ জানুয়ারী স্ব-স্ব ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কাায় ভোট দিয়ে জাহিদ আহসান রাসেল এমপিকে জয়যুক্ত করতে হবে। তিনি আরো বলেন, ৭১ এ দেশ স্বাধীনের পর বাংলাদেশ আওয়ামীলীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে গত ১৫ বছরে এদেশে যে উন্নয়ণ হয়েছে তা আর কখনো হয়নি। তাছাড়া অত্র এলাকায় গত ১৫ বছরে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থাসহ সামাজিক ও আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ণে জাহিদ আহসান রাসেল এমপি’র বিকল্প আর কেউ নেই। তাই দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কতিপয় দূস্কৃতকারীদের যে কোন পরিকল্পনাকে মোকাবেলা করে জাহিদ আহসান রাসেলকে বিজয়ী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং নৌকা মার্কায় ভোট দিতে হবে। হাজী নগর ইউনিটে যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপনের সঞ্চালনায় উঠোন বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী লিটন উদ্দিন সরকার, ৫৭ নং ওয়ার্ড আওয়ামী মহিলালীগ সভানেত্রী ফাতেমা খাতুন, মহিলালীগ নেত্রী শাহিদা সরকার, ৫৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ সাজিদ, সাধারণ সম্পাদক জিহাদুর রহমান সাব্বির, হাজীনগর ইউনিট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোমেন মিয়া, হাজীনগর ইউনিট যুবলীগের সাংগঠকি সম্পাদক মো. বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মো. ইসমাইল হোসেন, হাজীনগর ইউনিট যুবলীগের ত্রাণ ও কল্যাণ সম্পাদক মো. নুর মোহাম্মদ, হাজীনগর ইউনিট যুবলীগের আইন বিষয়ক সম্পাদক মো. বাতেন সরকার প্রমুখ। এ সময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলালীগ ও আওয়ামী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মৃণাল চৌধুরী সৈকত, সিনি: স্টাফ রিপোর্টার
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)