লালমনিরহাটে জাতীয় ভিটামিন'এ'প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে প্রেস ব্রিফিং

Generic placeholder image
  Ashfak

১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে লালমনিরহাটে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলা সিভিল সার্জন  এর সভাকক্ষে সিভিল সার্জন অফিস লালমনিরহাটের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়।

প্রেস ব্রিফিং এ  মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে  উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের  মেডিকেল অফিসার (সমন্বয়) ডাঃদেলোয়ার হোসেন রাজু। 

এসময় অনুষ্ঠানে  সিভিল সার্জন অফিসের  কর্মকর্তা-কর্মচারী ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লালমনিরহাট জেলায় ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা- ২১হাজার ৯শত ৮৪জন,৬-১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা- ৬৪জন,১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ১লক্ষ ৭৩হাজার ৮শত ৯৫জন,১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা ২শত ৫৫ জন। আর মোট টিকা কেন্দ্রের সংখ্যা- ১হাজার ১শত ২৬টি।
এস.বি-সুজন,লালমনিরহাট প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)