ফুলবাড়ীতে নির্বাচনকে সামনে রেখে হিন্দু জনগোষ্ঠীর মতবিনিময় 

Generic placeholder image
  Ashfak

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নির্বাচনকে সামনে রেখে হিন্দু জনগোষ্ঠীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধা ৭ টায় বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে ফুলবাড়ী কেন্দ্রীয় মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায় সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ জেলা শাখার সভাপতি রবি বোস, সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা অসীম কুমার সরকার, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি সুনীল চন্দ্র রায় সরকার, সহসভাপতি রবিন্দ্র নাথ বর্মন, সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণরঞ্জন রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ, কাশিপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক প্রভাষক শংকর চন্দ্র সেন, শিমুলবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি প্রেমানন্দ রায়, নাওডাঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শুশীল চন্দ্র রায় প্রমূখ।

 সভায় উপজেলার ৬ ইউনিয়নের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপস্থিত ছিলেন।  

মতবিনিময় সভায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনার লক্ষ্যে ২৬ কুড়িগ্রাম -২ আসনের নৌকার মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: জাফর আলীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রবিবোসসহ বক্তারা।  
ফু্লবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)