বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট এসোসিয়েশন (ব্রুডা)'র কমিটি প্রকাশিত

Generic placeholder image
  Ashfak

বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট এসোসিয়েশন - ব্রুডা এর নবনির্বাচিত সভাপতি দূযোর্গ ব্যবস্থাপনা বিভাগের সাব্বির ইশতিয়াক আহমেদ, সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের পঙ্কজ রায় এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী খোকন ইসলাম। 

গত শনিবার (২ ডিসেম্বর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ঐতিহ্যবাহী সংগঠন Begum Rokeya University Debate Association (BRUDA) কর্তৃক " BRUDA Executive Committee and Debate Workshop " অনুষ্ঠিত হয়। এরপর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক্সক্লুসিভ কমিটি ২০২৩-২০২৪ প্রকাশিত হয়। 

সহ সভাপতি হিসেবে আনিসুল রহমান, মোস্তফা কামাল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাদিয়া সিদ্দিক নিজাস,মাইভি, নাজমুস সাকিব। সাংগঠনিক সম্পাদক হিসেবে জীবন প্রধান অহি, ওবায়দুল রহমান শিশির, আব্দুল্লাহ আল হাসান দীপ্ত, আশরাফুল ইসলাম নাঈম দ্বায়িত্ব গ্রহণ করেন। 
এছাড়াও সাইমাতুজাহান মুন, তাসলিমা শেখ মিম, মোস্তারিনা খাতুন, আসাদুজ্জামান রিয়াজ ফাইনান্সিয়াল সেক্রেটারি । সাদিয়া বৃষ্টি, তানিয়া চৌধুরী, নওশিন তাবাসসুম, হেলাল মিয়া, মুশফিক মুগ্ধ সেক্রেটারিয়েট। নুসরাত জাহান মিম, ইন্দ্রাণী মুখার্জি, নওশিন তাবাসসুম পুষ্পিতা, মুনিরা খাতুন জেন্ডার রিলেটেড সেক্রেটারি। মারুফ হোসেন, নূর আফসানা মেহেজাবিন, আতিকা রহমান অন্তী পাবলিকেশন এন্ড পাবলিসিটি সেক্রেটারি। সাইমা হক ইরা, নাজিফা তাসনিম, কামরুল হাসান শান্ত, সাইদুল ইসলাম কমিউনিকেশন সেক্রেটারি। বিধান রয়, শাহিনুর রহমান, মোহাম্মদ আলি, আবু সুফিয়ান আল মামুন পাবলিকেশন এন্ড রিসার্চ সেক্রেটারি। মোখলেছুর রহমান, সফিকুল ইসলাম, জিহাদুল্লাহ, মিজান মাহমুদ রাজ ইনফরমেশন এন্ড টেকনোলজি সেক্রেটারি হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন। 
ইংলিশ উইং এর আহবায়ক হিসেবে রাইসুল ইসলাম মুকুত ও যুগ্ম আহবায়ক হিসেবে তাসবিরুন মাসরেকা সুবাহা দীপান্বিতা, মোহাম্মদ রমজান, মিমতায়ুল ইসলাম মাহিন দ্বায়িত্ব গ্রহণ করেন। 

আগামী দিনগুলোতে নবগঠিত কমিটির গতিশীল নেতৃত্বে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে বলে আশাবাদ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন নব নির্বাচিত নেতৃবৃন্দ।
আশিক, বেরোবি প্রতিনিধি 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)