লালমনি এক্সপ্রেসে নবজাতকের জন্ম 

Generic placeholder image
  Ashfak

ঢাকা থেকে লালমনিরহাট অভিমুখে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেসে গাইবান্ধা আসার পথে ১ম শ্রেনীতে অবস্থানকালে সোমবার(২৮ নভেম্বর) টাঙ্গাইল রেল স্টেশন পার হবার পর নির্মাণ শ্রমিক আনারুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগমের প্রসব বেদনা শুরু হয়।

এ সময় যাত্রীদের সহায়তায় ও ট্রেনে ভ্রমনরত একজন ডাক্তারের সেবায় মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ফুটফুটে একটি নবজাতকের জন্ম দেন মা মনোয়ারা। 

জানা গেছে,সন্তান জন্মদান কারী মনোয়ারা বেগম এর স্বামী আনারুল ইসলাম  ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করেন। তার স্ত্রী মনোয়ারা বেগম সহ আনারুলের গ্রামের বাড়ি গাইবান্দা ফেরার পথে টাঙ্গাইল রেল স্টেশন পার হলে স্ত্রী মনোয়ারা বেগমের প্রসব বেদনা শুরু হয়। 

এক পর্যায়ে ট্রেনের স্টাফদের সহযোগিতায়  অনন্য 

যাত্রী ও সেখানে অবস্থানরত একজন  ডাক্তারের  নিখূত সেবায় কোনও ধরনের ব্লাডিং ছাড়াই একটি নবজাতকের জন্মদেন মাতা মনোয়ারা। কোন বিপদ ছাড়াই নবজাতকটির জন্ম হলে যাত্রীগণ  মহান আল্লাহ তায়ালার  দরবারে শুকরিয়া আদায় করেন।

নবজাতক শিশুটির  জন্মদাত্রী মা মনোয়ারা বেগম লালমনিরহাট জেলা শহরের শহীদ শাজাহান কলোনির মৃত,বদিউজ্জামানের মেয়ে।
এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)