ফুলবাড়ীতে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

Generic placeholder image
  Ashfak

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৯ টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত শনিবার (১৮ নভেম্বর) ফুলবাড়ী ডিগ্রী কলেজে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটাররা আনন্দময় পরিবেশে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। 

পরে ভোট গণনা শেষে রাত সাড়ে ৮ টায় বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন ফুলবাড়ী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন। তিনি জানান, মোট ৪৮৩ জন ভোটারের মধ্যে ৪১৬ জন ভোটার উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটাধিকার প্রয়োগ করতে পেরে ভোটার ছাড়াও সকল পরিদর্শকগণ স্বস্তি প্রকাশ করেছেন।

নির্বাচনে সাবেক সভাপতি আব্দুল মালেক লেচু চেয়ার প্রতীকে ৩৯৭ ভোট পেয়ে পুনরায় সভাপতি ও মমিনুল ইসলাম তালা প্রতীক ২০০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এছাড়াও সহ সভাপতি পদে নুরনবী ইসলাম, সহ সাধারণ সম্পাদক পদে হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে জাইদুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ আলী, প্রচার সম্পাদক আক্কাস আলী, দপ্তর সম্পাদক কার্তিক চন্দ্র ও কার্যকরী সদস্য পদে ফারুক হোসেন নির্বাচিত হয়েছেন।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)