মানিকছড়িতে শিশু পার্ক উদ্বোধন করলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

Generic placeholder image
  Ashfak

খাগড়াছড়ি পার্বত্য জেলায় মানিকছড়ি উপজেলা শিশুদের বিনোদন জন্য সদর উপজেলা পরিষদ নিকটে নবনির্মিত শিশু র্পাক উদ্বোধন করলেন উপজাতি শরনার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা-এমপি। তিনি আজ (১৩ নভেম্বর) সোমবার বিকেলে তিনি শিশু পার্ক পাশাপাশি উপজেলায় নবনির্মিত ১৫টি প্রকল্প উদ্বোধন করা হয়। মানিকছড়ি উপজেলা শিশু পার্কটি ৮৫ লাখ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মান করা হয়। এই শিশু পার্কের ভিতরে শিশুদের বিনোদনে বিভিন্ন রাইড রয়েছে। যা শিশুদের বাড়তি আনন্দ দিবে। এই উদ্বোধনে সময় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ৩০০ আসন সংসদ সদস্য ও উপজাতি শরনার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা- এমপি , পার্বত্য উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মজিবুল আলম, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন, উপজলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, সহকারী কমিশনার ( ভূমি) শাহীনা নাছরিন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এম.এ.জব্বার, শাহিনা আক্তার, মো. মাঈন উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক প্রমূখ। মানিকছড়ি উপজেলায় উন্নয়ন মূলক ১৫টি প্রকল্পের মধ্যে ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে চেগুছড়া গোদাতলী সড়কে ও ব্রীজ (১.২ কিলোমিটার রাস্তা ও ৪৫ মিটার ব্রীজ) নির্মাণ করা হয়েছে।
অংগ্য মারমা,মানিকছড়ি প্রতিনিধি
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)