মানিকছড়িতে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন

Generic placeholder image
  Ashfak

মানিকছড়ি উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজনে “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’’ এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় মানিকছড়িতে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলায় গুরুন্তপূর্ণ সড়কের প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অগ্রণী যুব বহুমুখী সমিতি কমিটি সম্পাদক এম জুলফিকার আলী ভূট্ধেসঢ়;্রা সঞ্চালনায় উপজেলা সমবায় অফিসার আইউবুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রকল্প উপজেলা প্রকল্প ব্যবস্থাপক ফরিদুল আলমসহ অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন দি মারমা ক্রেডিট ইউনিয়ন আইটি পাইপ্রুসাই মারমা, সিন্দুকছড়ি ক্লাষ্টার ব্যবস্থাপক থোয়াইরী মারমা, গৌতমী ক্রেডিট ইউনিয়ন কমিটি সভাপতি চিংহলাপ্রু মারমা, প্রধান নির্বাহী অফিসার গীতা চাকমা, ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য অংগ্য মারমা প্রমূখ। স্বাগত বক্তব্যে রাখেন, মানিকছড়ি উপজেলা সমবায় অফিসার আইউবুর রহমান, উপজেলা সফল সমবায় সমিতি পক্ষ থেকে বক্তব্যে রাখেন, দি মারমা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ব্যবস্থাপক (ঋণ) ও সাংবাদিক অংগ্য মারমা, তিনট্যহরী ক্রেডিট ইউনিয়ন কমিটি সভাপতি মংমং মারমা। সমবায় দিবসে উপলক্ষে মানিকছড়ি উপজেলা সমবায় অর্ন্তভূক্ত দি মারমা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, মানিকছড়ি বাজার শ্রমিক সমবায় সমিতি, গৌতমী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, তিনট্যহরী ক্রেডিট ইউনিয়ন, ইজিবাইক চালক কল্যাণ সমবায় সমিতি, কাঠ ও বাঁশ লোড-আপলোড সমবায় সমিটি, মহামুনি ইজিবাইক মালিক সমিতি লি:, অগ্রণী যুব বহুমুখী সমিতি, কুষ্ঠ ও প্রতিবন্ধী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি সদস্যরা র‌্যালী ও আলোচনা অংশগ্রহন করেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, ২০৪১সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে সমবায় সমিতি মাধ্যমে করা সম্ভব। সমবায় সমিতি মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় মাধমে সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীকে সঞ্চয়ী মনোভাব তৈরী করছে। তিনি প্রশংসার করে বলেন, মানিকছড়ি উপজেলা দি মারমা ক্রেডিট ইউনিয়ন এর ৯ বছরে মাথায় সদস্যদের ক্ষুদ্র সঞ্চয় মূলধন ৮ কোটি টাকা। এ টাকা দিয়ে আইজিএ ঋণে মাধ্যমে সদস্যদের বন্ধকী পরিবহন ঋণ, প্রবাসী ঋণ, কৃষি ঋণ, ব্যবসা ঋণসহ উচ্চ শিক্ষা আর্থিক সহায়তা, প্রসূতি মায়ের পুষ্টিকর খাবার ক্রয় ও চিকিৎসা আর্থিক সহায়তা ইত্যাদির মাধ্যমে আয়বর্ধনমূলক কাজে বেকারদের সম্পৃক্ত করে দেশের বিশেষ অবদান রাখছে।
অংগ্য মারমা,মানিকছড়ি প্রতিনিধি
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)