রাণীশংকৈলে খ্যাতিমান ও প্রবীন প্রধান শিক্ষকের স্মরণসভা 

Generic placeholder image
  Ashfak

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শত বছরের প্রাচীন, ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রাধান শিক্ষক মরহুম গিয়াসউদ্দিন আহম্মদের স্মরণসভা ও দোয়া মাহফিল বুধবার (১ নভেম্বর) অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন দুপুর ২ টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক সইদুল হক। স্মরণসভায় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, মরহুমের সাবেক ছাত্র, সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আমির আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ, অধ্যক্ষ মহাদেব বসাক, অধ্যাপক প্রশান্ত বসাক, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.মোশাররফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সোহেল রানা, আ.লীগ নেতা জবাইদুর রহমান, মরহুমের ছেলে অথ্যাপক শামীম আহম্মেদ, সোহেল পাটুয়ারীসহ অনেকে। এছাড়াও স্মরণসভায় শিক্ষক- কর্মচারী  পুরাতন এবং স্কুলের বর্তমান ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 
পরে সহকারী শিক্ষক কামরুজ্জামানের পরিচালনায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। 
জানা গেছে মরহুম শিক্ষক গিয়াসউদ্দিন আহম্মদ রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ে ১৯৬৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত অত্যান্ত দক্ষতা ও সুনামের সহিত
শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।  
হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)