ফরিদপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

Generic placeholder image
  Ashfak

নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন ,দুর্নীতি -লুটপাট- অর্থপাচার বন্ধের  দাবিতে ফরিদপুর  জেলা বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আজ সোমবার বিকেলে এক মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয় ‌।
 বাম গণতান্ত্রিক ফন্ট  কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য  রফিকুজ্জামান লায়েক  এর  সভাপতিত্বে আজ সোমবার বিকেল সাড়ে চারটায় ‌  ফরিদপুর শহরের জনতার ব্যাংকের ‌ মোড়ে এ বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের সভাপতি আজাদ আবুল কালাম, ফরিদপুর জেলা কমিটির  সম্পাদক মন্ডলীর সদস্য বেলায়েত হোসেন, ফরিদপুর জেলা  সাধারণ সম্পাদক  অরুণ কুমার শীল, জেলা কমিটির সদস্য  কাজী রুহুল আমিন প্রমূখ। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা  আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তদারকি সরকারের অধীনে করার দাবি জানান। তারা ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা 
দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে সরকার যথাযথ ভূমিকা পালনের দাবি জানান একই সাথে নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানান।  তারা  দুর্নীতিবাজ,অর্থপাচার কারী ও লুটপাট কারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান। 
এছাড়াও তারা আন্দোলনের নামে বিরোধী দলের নাশকতামূলক কর্মকান্ডের নিন্দা জ্ঞাপন করেন।
ফরিদপুর জেলা প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)