হালুয়াঘাট ধারা বাজারে পুলিশের উপর বিএনপির হামলা ও গাড়ী ভাংঙচুর,গ্রেফতার ১

Generic placeholder image
  Ashfak

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে হরতালে সমর্থনে ২৯ অক্টোবর রোজ রবিবার বিকাল ৫ টার সময় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর নেতৃত্বে মিছিল বের করে,মিছিল থেকে পুলিশের উপর বৃষ্টির মত ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশ বাধা দিলে তারা বাজারে দাড়িঁয়ে থাকা ইমাম ও শ্যামলী বাংলা কয়েকটি গাড়ি ভাঙ্গচুর করে, পুলিশ বাধ্য হয়ে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।খবর পেয়ে ধারা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও ধারা ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ  তাৎক্ষনিক মিছিল বের করে, পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ গাড়ি ভাংচুরের অপরাধের একজনকে গ্রেফতার করে। পরে রাতে হালুয়াঘাট উপজেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র খায়রুল আলম ভূঞার নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে মিছিল বের করে এবং এক পথ সভা করে বলেন, শান্তির জন্য হালুয়াঘাট এক অনন্য নিদর্শন, এতে যদি কেউ অশান্তির করতে চায় সে যেই হউক ছাড় দেওয়া হবেনা।ধারাবাসিকে তিনি বলেন,আপনারা শান্তিতে নির্ভয়ে ব্যবসা বানিজ্য করবেন,চলাফরা করবেন, বাংলাদেশ আওয়ামীলীগ হালুয়াঘাট উপজেলা শাখা, আপনাদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামিলীগ সব সময় সাথে থাকবে।যেই আসবে অশান্তি করতে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বজলুর রহমান,যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, জেলা পরিষদ সদস্য কাঞ্চন সরকার, প্রস্তাবিত কমিটির সাহাবদ্দীন ওমর সাকী,মাযাহারুল ইসলাম শামীম,সমীর সরকার,শহিদুল ইসলাম,ইমরান মোহাম্মদ হান্নান,স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নোমান মন্ডল, ছাত্রলীগ সভাপতি হিল্লোল,সাধারন সম্পাদক রাহুল,পৌর ছাত্র লীগের সভাপতি সহ পৌর কাউন্সিলর মকবুল হোসেন,আবু জামান, সাজ্জাদ হোসেন লিমন,সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা।
সমীর সরকার হালুয়াঘাট প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)