দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে-লোহাগড়ায় উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান

Generic placeholder image
  Ashfak

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে। এই এলাকায় আমার পূর্ব পুরুষের ভিটা। আমি নাড়ীর টানে এখানে বারবার ছুঁটে আসি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে। রবিবার(১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মধুমতি নদীর তীরে করফা গ্রামে তাঁর পিতার নামে সদ্য নির্মিত ”অধ্যাপক শেখ মোঃ রোকন উদ্দিন আহমেদ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের” শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। উদ্বোধনের পর তিনি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছ রোপন করেন। একই কমপ্লেক্সে তিনি একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি করফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন এবং শিশু কিশোরদের মাঝে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেন। স্থানীয় সুধীজনদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পর্যায়ক্রমে এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে। সব শেষে তিনি এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সেনা প্রধানের সাথে সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ইকবাল হাসান//নড়াইল)প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)